বিদেশে পরের চাকুরীর চেয়ে শ্রম দিলে দেশে গরুর খামার লাভজনক। ট্রেনিং আর পরামর্শ নিয়ে খামার শুরু করুন।
Автор: Banglarmukh
Загружено: 19 июн. 2019 г.
Просмотров: 7 053 просмотра
বিদেশে পরের চাকুরীর চেয়ে দেশে শ্রম দিলে গরুর খামার লাভজনক। ডাক্তার আর খামারীর পরামর্শ নিয়ে খামার শুরু করুন। খায়রুল হোসন । সফল ও অভিজ্ঞ খামারী। মিরপুর-১০, ঢাকা, বাংলাদেশ।
৫টি উন্নত জাতের গাভী দিয়েই ঢাকা শহরে স্বাবলম্বী বরিশালের খায়রুল হোসেন। গরু পালনে তার অভিজ্ঞতার যাবতীয় দিক উপস্থাপন করেছেন এই ভিডিওতে। ভিডিওটি দেখুন। খায়রুল হোসেন এর গরু পালনের অভিজ্ঞতা গরু খামারীদের অনেক কাজে আসবে।
#BanglarmukhTv #বাংলারমুখটিভি #বাংলারমুখTv
মাত্র ১৪ হাজার টাকার একটি গরু দিয়ে আজ স্বাবলম্বী বরিশালের খায়রুল হোসেন। রাজধানী ঢাকায় ১৮-২০ বছর আগে একটি গাভী দিয়ে তিনি গাভীর খামার শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে ৫টি উন্নতজাতের গাভী যার মূল্য ১০ লক্ষ টাকার মতো। এই ৫টি গাভী থেকে খায়রুল ইসলাম প্রতিদিন ৫০-৫৫ লিটার দুধ পেয়ে থাকেন। তার খামারে তিনি সহ মোট ৪ জন লোক কাজ করেন। এর মধ্যে একজন রাখাল রয়েছে যাকে তিনি প্রতি মাসে ১৫০০০ টাকা বেতন দিয়ে থাকেন। খায়রুল হোসেন প্রতি বছরই ৪/৫টি বাছুর বিক্রি করে থাকেন। বর্তমানে তার খামারে ৪টি বাছুর রয়েছে। পরিশ্রম, সততা আর অভিজ্ঞতা তার এই সাফল্যের কারণ। দুগ্ধ খামারী হিসেবে তিনি এলাকায় বিশ্বস্ত নাম।
ভিউয়ার্স আপনারা যারা গাভীর ফার্ম করতে আগ্রহী কিংবা গাভী পালনে অভিজ্ঞতা অর্জন করতে চান, তারা এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে গাভী পালনের প্রায় যাবতীয় অভিজ্ঞতার কথাই খায়রুল হোসনে উপস্থাপন করেছেন।
#BanglarmukhTv
#বাংলারমুখটিভি
#বাংলারমুখTv
আমি বাংলাকে ভালোবাসি, বাংলা আমার প্রান, আমি বাংলায় কথাবলি- আমি বাংলায় গাই গান। এই বাংলার প্রকৃতি- কত সুন্দর অপরূপ, ভালোবাসি ওগো প্রিয়তমা মোর প্রিয় বাংলারমুখ।
http://www.krishibiggan.com/
/ banglarmukhtv
বাংলাদেশের প্রকৃতি, সৌন্দর্য, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, জীবন যাপন সবনিয়েই আমাদের জীবন। তাইতো ক্ষুদ্র প্রয়াস তারই কিছু অংশ তুলে ধরার বাংলারমুখ ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: