অক্ষয়তৃতীয়ার মাহাত্ম্য ২০২৫, এই ১৮টি কাজ কী কী,The Greatness of Akshaya Tritiya, kamalapati das
Автор: Kamalapati Das
Загружено: Дата премьеры: 19 апр. 2025 г.
Просмотров: 107 449 просмотров
অক্ষয়তৃতীয়ার মাহাত্ম্য ২০২৫, এই ১৮টি কাজ কী কী,The Greatness of Akshaya Tritiya, kamalapati das
#অক্ষয়তৃতীয়ামাহাত্ম্য
#kamalapatidas
#akshayatritiya2025
#অক্ষয়তৃতীয়া2025
#কমলাপতিদাস
#akshayatritiyadate
#অক্ষয়_তৃতীয়া #AkshayaTritiya2025 #SanatanDharma #HinduFestival #পুণ্যতিথি #শুভদিন #ভগবান_বিষ্ণু #হিন্দুধর্ম#অক্ষয়_তৃতীয়া
#অক্ষয়তৃতীয়া২০২৫
#অক্ষয়_পুণ্য
#ভগবান_বিষ্ণু
#তুলসীপূজা
#অন্নদান
#দান_ধর্ম
#ভক্তি
#সনাতন_ধর্ম
#ধার্মিকজ্ঞান
#হিন্দুধর্ম
অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য 2025 ভিডিও তে শুভ অক্ষয় তৃতীয়ার 2025 মাহাত্ম্য অক্ষয় তৃতীয়া কি বাংলা কথা শ্রীপাদ কমলাপতি দাস ব্রহ্মচারী আলোচনা করা হয়েছে
১। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য
২। অক্ষয় তৃতীয়া কি
৩। অক্ষয় তৃতীয়া কবে
৪। অক্ষয় তৃতীয়া 2025 কিভাবে পালন করবো
৫। অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয়
৬। ১৪৩২ সালের অক্ষয় তৃতীয়া ব্রত
৭। অক্ষয় তৃতীয়া কি এবং কেন
৮। অক্ষয় তৃতীয়া পূজা পদ্ধতি
৯। অক্ষয় তৃতীয়া 2025 date
১০। অক্ষয় তৃতীয়া ২০২৫ ব্রত
আসুন জেনে নেই অক্ষয় তৃতীয়া ২০২৫ কি এবং কেন তা গুরুত্বপূর্ণ –
অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।
যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়। কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে। কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি। তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরী। আর এদিন পূজা,জপ,ধ্যান,দান,অপরের মনে আনন্দ দেয়ার মত কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এদিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধনজগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা। এবারের অক্ষয়তৃতীয়া সবার ভালো কাটুক – এই কামনায় করি।
এদিন যেসকল ঘটনা ঘটেছিল।
১) এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে।
২) এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
৩) এদিনই গণপতি গনেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন।
৪) এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।
৫) এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।
৬) এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভবলক্ষ্মীর পূজা করা হয়।
৭) এদিনই ভক্তরাজ সুদামা শ্রী কৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রী কৃষ্ণ তাঁর সকল দুখ্হ মোচন করেন।
৮) এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরনাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রী কৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন।
৯) এদিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়।
১০) কেদার বদরী গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল।
১১) এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগ শুরু হয়।

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: