সার্ভে দিয়ে তিস্তা প্রকল্পের কাজ শুরু করছে চীন !! কি ভাবে কখন শুরু হচ্ছে কাজ? Teesta Project - China
Автор: Bioscope Entertainment
Загружено: 2025-11-06
Просмотров: 43151
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণপ্রবাহ তিস্তা নদীকে ঘিরে দীর্ঘদিনের প্রতীক্ষিত উন্নয়ন প্রকল্পে অবশেষে বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে। সরকার জানিয়েছে, তিস্তা প্রকল্পের কাজ প্রাথমিকভাবে সার্ভের মাধ্যমে শুরু হচ্ছে, যা এই অঞ্চলের কৃষি, সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও নদীখাত উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কবে শুরু হচ্ছে তিস্তা প্রকল্পের কাজ? চীনের হাত ধরে কি ভাবে বদলে যাবে উত্তরাঞ্চল? তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে, চলুন শুরু করা যাক...
২০১৪ সাল থেকে শুষ্ক মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে। আর বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় তিন থেকে চার লাখ ঘনফুট পানি। সব কপাট খুলে দেওয়া হয়। দ্রুত বেগে নেমে আসা তিস্তার পানিতে উত্তরের পাঁচ জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে।
রিভারাইন পিপলের এক গবেষণায় দেখা গেছে, প্রতিবছর তিস্তার ভাঙন ও প্লাবনে ১ লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের ৫ জেলার বাসিন্দা। এছাড়াও বাস্তুভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে। যে নদী একসময় উত্তরাঞ্চলের আশির্বাদ ছিলো সেই তিস্তা এখন উত্তরের দুই কোটি মানুষের দুঃখ। এই দুঃখ গুচাতে সরকার চীনের সাথে সার্ভে চুক্তি করে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: