আগরতলার আদি শঙ্কর হোটেলের কচি পাঁঠার মাংস || Adi Shankar Hotel || Agratala || Tripura || India
Автор: Salahuddin Sumon
Загружено: 2022-05-08
Просмотров: 300348
ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের এনএস রোডে এলে সারিবদ্ধভাবে তিনটি খাবারের হোটেল চোখে পড়বে। একটি হোটেল শংকর, একটি আদি শংকর আরেকটি শংকর হোটেল। বাবার ব্যবসা শংকর হোটেল তিনভাগ করে ব্যবসা করছেন তিনভাই। এরমধ্যে সবচেয়ে পুরনো আদি শংকর। যার নামের হোটেলের নাম সেই শংকর কুমার সাহা ও তার ছেলে সৌমিক সাহাই পরিচালনা করছেন হোটেলটি। এই হোটেলে পাওয়া যায় কচি পাঁঠার মাংস। যে মাংসের স্বাদ অতুলনীয়।
#কচি_পাঁঠা #আদি_শঙ্কর_হোটেল #আগরতলা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: