নায়ক সালমান শাহের মোটর সাইকেল এবং গাড়ি গুলোর বর্তমান অবস্থা। Salman Shah Car। Mizan The Explorer।
Автор: Mizan The History Teller
Загружено: 2025-09-13
Просмотров: 693778
নায়ক সালমান শাহের মোটর সাইকেল এবং গাড়ি গুলোর বর্তমান অবস্থা:
নায়ক সালমান শাহ ছিলেন যুগের চেয়ে এগিয়ে, স্টাইলিশ নায়কের ব্যবহৃত গাড়িও হবে স্টাইলিশ এটাই স্বাভাবিক। নতুন মডেলের গাড়ীর প্রতি নায়ক সালমান শাহের ছিল প্রচন্ড আগ্রহ। তাঁর অনেক গুলো নতুন মডেলের গাড়ি এবং মোটর সাইকেল ছিলো। তিনি ১৯৯৫ সালের ২০শে ডিসেম্বর Toyota Sera মডেলের একটি গাড়ি ক্রয় করেন। যা সালমান শাহের ডানা কাটা গাড়ী নামেই বেশি পরিচিত। কিন্তু দুঃখের বিষয় উনি গাড়িটি মাত্র ৯ মাস ব্যবহার করতে পেরেছিলেন। কারন এর পরই তিনি পাড়ি জমান না ফেরার দেশে। নতুন প্রজন্মের কাছে এখনো গাড়িটি অনেক আকর্ষণীয় এক সম্পদ হিসেবে মনের গহীনে ঠাঁই করে নিয়েছে। নায়ক সালমান শাহের এই ডানা কাটা গাড়ীটি বর্তমানে অন্য একজনের মালিকানায় রয়েছে, যার সন্ধান আমরা পেয়েছি। নায়ক সালমান শাহ অত্যন্ত আধুনিক মডেলের লাল কালারের একটি খোলা জীপ গাড়ি কিনেন যা এখনো তাঁর পরিবারের কাছে সংরক্ষিত আছে। নতুন মডেলের মোটর সাইকেলের প্রতিও নায়ক সালমান শাহের অনেক ঝোঁক ছিলো। তাঁর নতুন মডেলের অনেক গুলো মোটর সাইকেল ছিলো, এর মধ্যে একটি তাঁর পরিবারের কাছে রয়েছে। এই গাড়ি এবং মোটর সাইকেল গুলো তিনি তাঁর বিভিন্ন সিনেমায় ব্যবহার করেছেন, তাই এগুলো এখনো তাঁর ভক্ত ও অনুরাগীর মনে গেঁথে আছে। আজ আমরা নায়ক সালমান শাহের সেই সব গাড়ি এবং মোটর সাইকেল গুলোর সন্ধান করবো এবং আপনাদের দেখাবো এগুলোর বর্তমান অবস্থা। Mizan The Explorer।
If need plz contact with us though email : mizansumoninfo@gmail.
#mizanthetraveller #mizan #salman #salmanshah #salmanshahcar
#salmancar
#salmanhonda
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: