মহামিলন মঠে একাদশীর হরিবাসরে।পর্ব-৪ রাগ
Автор: Joyashree Chakraborty
Загружено: 2025-08-12
Просмотров: 236
কাঁদরে তুই হরিবোল বলে
কাঁদরে তুই হরি বোল বলে,
ওরে, তরে যাবি অবহেলে।
নামের তুলনা উপমা নাই---বলে ভক্তদলে।
তাই ভোলা পাগল বাজিয়ে বগল, হরি হরি বলে।।
অসার সংসার, বিষের আগার
সাধ করে আর খেয়ো না গরলে।
ভবে আসা, ভালবাসা, সব দুদিনের তরে,
তোর পায়ে ধরে কেঁদে বলি, ডাক্ না হরি বলে;
।।শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের ভাব কুসুমাঞ্জলি ।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: