#Lataguri
Автор: Rays travelogue
Загружено: 2025-10-06
Просмотров: 296
এই ভিডিওটি আমাদের লাটাগুড়িতে জঙ্গল সাফারি নিয়ে। মূলত জঙ্গলের শোভা আর আমাদের অভিজ্ঞতা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তাই তথ্যসমৃদ্ধ ভিডিও এটি নয়। তবে জঙ্গল সাফারির গাইড আর রিসর্টের নম্বর আমি এখানে দিচ্ছি।
লাটাগুড়ির জঙ্গল নিয়ে কিছু বলার নেই আলাদা করে। যেটা অবশ্যই বলার সেটা হল রেইনা রিসর্টের বিশেষত্ব। এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছিলাম। রিসর্টটি বেশ সুন্দর তবে এখনকার সার্ভিস আর পরিচ্ছন্নতার বিষয়ে এনারা কিছুটা উদাসীন। এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই দেখা যায় বিস্তৃত নদী, নাম সম্ভবতঃ নেওড়া। এখান থেকেই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছিলাম।
ব্যাস এটুকুই। আমাদের বন্ধুদের পরিবার নিয়ে নর্থবেঙ্গল ভ্রমণ দারুণ জমে গিয়েছিল। আসছে বছর আবার আমরা দল বেঁধে বেরিয়ে পড়ব নতুন কোন গন্তব্যের উদ্দেশ্যে।
ভিডিওটি করা হয়েছে ভিভো V30 মোবাইল ফোন দিয়ে।
Name:Kamal Da Lataguri Guide
Phone:9832837849;
Name:Koushik Reina Resort Lataguri
Phone:7679863578;
(এই নম্বরটি এক বছর আগে পাওয়া। ইনি বর্তমানে কর্মরত নাও থাকতে পারেন। রেইনা রিসর্টের নম্বর ইন্টারনেটেও পেয়ে যাবেন)
এই ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: