পাবনার জনবসতি পূর্ণ এলাকায় পৌরসভার ময়লার ভাগাড় দূর্গন্ধে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ | News |
Автор: Spastobadi News
Загружено: 2025-07-28
Просмотров: 312
জনবসতি পূর্ণ এলাকায় পৌরসভার ময়লার ভাগাড় দূর্গন্ধে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। অতিরিক্ত গন্ধে দুপুরের ভাত খেতে পারেনা বলে অভিযোগ গ্রামবাসীর।
বিভিন্ন সীমাবদ্ধতার কথা বলে অল্পদিনের মধ্যেই ময়লা ফেলা বন্ধ করবেন বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ --
পাবনার মনোহরপুর থেকে তুহিন আব্দুল্লাহর ক্যামেরায় রবিউল রনির প্রতিবেদন
দীর্ঘ এক মাস ধরে পাবনার গাছ পড়ার পাশে মনোহরপুর বড় বাড়ির সড়ক পাড়ায় ঢাকা পাবনা মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে পৌরসভার আবর্জনা।
ব্যাক্তি সম্পত্তি ভাড়াটের উদ্দেশ্য অপরিকল্পিত ভাবে এই ময়লা ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায় স্থানীয় প্রভাবশালী ফরহাদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি ও তার চাচাতো ভাই তোফাজ্জল এর জায়গার সামনে রাস্তার ধারে একটি নালা ভড়াট করা হচ্ছে ।
রিতিমত ভেকু মেশিন দিয়ে সমান করে দেওয়া হচ্ছে সেসব দূর্গন্ধে ভরা আবর্জনা গুলোকে।
ভাগাড়ের কয়েক গজ দূরেই অবস্থিত আবু বকর জামে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীরা বলেন দুর্গন্ধ এতই প্রকট যে তারা যখন নামাজ পড়তে বসে তখন মসজিদের দরজা জানালা আটকে দিয়ে বসে।
স্থানীয় মুসল্লীরা বলেন ---------
এদিকে পঁচা আবর্জনা প্রবাহমান নালায় ফেলা হচ্ছে বলে নালার পানিতে প্রচুর দূগন্ধ যেখানে কৃষক পাট জাগ দিতে নামতে চাচ্ছে না।
মূলত কম খরচে জায়গা ভড়াট করতেই জনভোগান্তিমূলক এই কাজ করে যাচ্ছে তারা।
এদিকে এই উৎকট গন্ধে অসুস্থ হয়ে পড়ছে এলাকার সাধারণ মানুষ তাঁরা বলেন ----
ঘনবসতিপূর্ণ এলাকায় মহাসড়কের পাশে পৌরসভার আবর্জনা ফেলার কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে পাবনা পৌরসভার কঞ্জারভেনসী পরিদর্শক মোঃ আসাদউজ্জামান বলেন ---
স্থান সংকটে সাময়িক এই সমস্যা অনতিবিলম্বে সমাধান করা হবে বলে জানিয়েছেন এই পৌর কর্মকর্তা। অতিসত্বর আবারো দূর্গন্ধহীন জীবন যাপন করতে পারবে প্রত্যাশা মনোহরপুর গ্রামের সাধারণ মানুষের।
#banglanews #channel24 #somoytv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: