নন্দন পার্ক || ঢাকার জনপ্রিয় বিনোদন কেন্দ্র || Nandan Park
Автор: BN Happiness
Загружено: 2025-11-25
Просмотров: 4791
ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত নন্দন পার্ক হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র, যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষদের নিয়ে একদিনের এক অসাধারণ ভ্রমণের জন্য এর জুড়ি নেই। শহরের কোলাহল থেকে একটু দূরে এই পার্কে ঢুকতেই চোখে পড়ে সবুজে ঘেরা সুন্দর পরিবেশ, খোলা আকাশ আর নানা রকমের রোমাঞ্চকর রাইড যা সব বয়সের মানুষদের জন্য এক অনন্য আনন্দের অভিজ্ঞতা তৈরি করে।
নন্দন পার্কে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড—Roller Coaster, Cable Car, Bumper Car, Water Coaster, Speed Boat Ride—আরো কত কী! শিশুদের জন্য আলাদা প্লে-জোনও আছে যেখানে তারা নিরাপদে মজা করতে পারে। আর গরমের দিনে নন্দন পার্কের ওয়াটার ওয়ার্ল্ড একেবারেই অন্যরকম মজার উৎস। বড় বড় ওয়াটার স্লাইড, ওয়েভ পুল, লেইজি রিভার আর সুইমিং জোনগুলো পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কাটানো সময়কে করে তোলে আরও রোমাঞ্চকর।
Facebook Page : / bnhappinessofficial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: