পাগলের প্রলাপ শুরু করেছেন শুভেন্দু!
Автор: Breaking বাংলা
Загружено: 2026-01-21
Просмотров: 7427
এসআইআর-এ লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেই নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী পুরো দায় চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ডেটা এন্ট্রি অপারেটর দেননি বলে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই বলছেন, শুভেন্দু পাগলের প্রলাপ শুরু করেছেন। কারণ, লজিক্যাল ডিস্ক্রিপেন্সি হল নির্বাচন কমিশনের মস্তিষ্কপ্রসূত। তারা এটা করার ফলেই ১ কোটি ৩৬ লক্ষ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এখানে ডেটা এন্ট্রি অপারেটরের কোনও ভূমিকা নেই। কোনও তথ্য নেওয়া সম্পূর্ণ হলে সেটিকে কম্পিউটারে বা কোনও অ্যাপে আপলোড করার ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটরের ভূমিকা রয়েছে। তাই কেউ কেউ বলছেন, হয়রানির শিকার হওয়া মানুষজন বিজেপির উপর ক্ষিপ্ত হচ্ছেন। তাই সেই ক্ষোভকে ঘুরিয়ে দিতে চাইছেন মমতার দিকে। কিন্তু অনেকেই বলছেন, যতই তিনি কাকের সঙ্গে বকের ঠ্যাং মেলান, মানুষ কিন্তু চালাকি ধরে ফেলবেন।
#breakingbangla #mamatabanerjee #suvenduadhikary #gyaneshkumar #narendramodi #amitshah #sir #electioncommissionofindia #bjp #tmc #bengalipoliticalnews #bengalinews #bengalitrendingnews #bengalibreakingnews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: