ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন | মূলশিল্পী - হেমন্ত মুখোপাধ্যায় | Covered by Sanchari Jana
Автор: Sanchari Jana
Загружено: 2025-06-16
Просмотров: 393
#music # Ogojapeyechi # Sancharijana
আজ প্রবাদপ্রতীম শিল্পী শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের ১০৫তম জন্মদিন ৷ গুরুদেবকে আমার শ্রদ্ধা নিবেদন ৷ '
কথা -- গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার ও শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়
ওগো যা পেয়েছি সেই টুকুতেই খুশি আমার মন,
কেন একলা বসে হিসেব কষে নিজেরে আর
কাঁদাই অকারণ ৷
চৈত্রবেলায় ঝরা পাতার কান্না যখন শুনি-
কেন যাই গো ভুলে জীবনে মোর ছিল যে ফাল্গুনী ৷
হাসি আমার চোখের জলে মিছে কেন
দেব বিসর্জন।
ঘট ভারিতে পিছল ঘাটে না আসে কেউ যদি
তবু চলার পথে যায় কি থেমে নদী
ঘাটে না আসে কেউ যদি ৷
নিভে যাওয়া প্রদীপে মোর নাই বা পেলাম আলো,
আসেই যদি আঁধার ঘিরে সেই তো তবু ভালো ৷
আমি ভাগ্যগুণে নেব মেনে
চিরদিনের ব্যথার আলিঙ্গন ৷
#music
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: