ঈদের সকালে খানপুরের দুর্গম পথে । দেখতে চলেছি আজিজুল ভাইয়ের ঈদ উদযাপন
Автор: Ah Shuvo vlog
Загружено: 2025-04-06
Просмотров: 52809
ঈদের সকালে খানপুরের দুর্গম পথে । দেখতে চলেছি আজিজুল ভাইয়ের ঈদ উদযাপন
গত পর্বে দেখিয়েছিলাম চরখানপুরের ঈদ আয়োজন কিন্তু ঈদের সকালে কিভাবে আমরা গেলাম সেই দুর্গম চরে, তা দেখানো হয়নি।
ঈদের সকালে দুর্গম পথের যাত্রা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও।
আজিজুল ভাইকে বলেছিলাম বাইক নিয়ে আসতে, কিন্তু চরের অবস্থা এতটাই খারাপ যে খেয়া ঘাট পর্যন্ত আসতে পারেনি, চরের মাঝামাঝি জায়গায় অপেক্ষা করছেন আজিজুল ভাই।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: