নবম পে স্কেলে বেতন অনুপাত হিসাব যেভাবে হবে জানালেন- অর্থ উপদেষ্টা। bd news times.
Автор: Pay Scale BD
Загружено: 2025-10-03
Просмотров: 6020
২০১৫ সালের পে-স্কেল ঘোষণার সময় মিডিয়াতে খুব একটা প্রচার হয়নি, সাধারণ কর্মচারীরাও তখন এতটা সোচ্চার ছিলেন না। তখন মানুষ টেলিভিশন আর খবরের কাগজের উপরই নির্ভর করত। নিয়ম মেনে ২০০৯ এর পর ২০১৫ সালের পে-স্কেল কার্যকর হয়েছিল।
কিন্তু ২০২৫ সালের বাস্তবতা একেবারে ভিন্ন!
📱 এখন টেলিভিশন ও পত্রিকা সবার হাতের মুঠোয় — সামাজিক যোগাযোগমাধ্যমই আজ মানুষের আসল কণ্ঠস্বর। সাধারণ কর্মচারীরা আগের চেয়ে অনেক বেশি সচেতন ও সোচ্চার।
তাই এবার ২০২৫ সালের পে-স্কেল দিতে হবে গণনার ভিত্তিতে, ন্যায্যতা বজায় রেখে।
🔹 গ্রেড কমিয়ে ১:৪ অনুপাতে
🔹 ২০২০ ও ২০২৫ সালের দুইটি পে-স্কেল সমন্বয় করে
🔹 এমন একটি পে-স্কেল, যা নিয়ে আর কাউকে রাস্তায় নামতে না হয়
✊ সাধারণ কর্মচারীর ন্যায্য দাবির পক্ষে আওয়াজ তুলুন!
#PayScale2025 #EmployeeRights #সরকারিকর্মচারী #ন্যায্যদাবি #Bangladesh
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: