পিএলআইডির কারণে বেঁকে যাওয়া কোমর সোজা হলো যেভাবে ! │কোমর ব্যথার স্থায়ী সমাধান
Автор: APPRC
Загружено: 2025-09-28
Просмотров: 7590
কোমর ব্যথা, ব্যথা কোমর থেকে পায়ের দিকে যাওয়া , কিছুক্ষণ বসে থাকলে বা হাটলে কোমর ব্যথা বেড়ে যাওয়া, হাঁচি- কাশিতে কোমর ব্যথা হওয়া , পা ঝিন ঝিন করা, অবশভাব ইত্যাদি হতে পারে পিএলআইডি জনিত কোমর ব্যথার লক্ষণ ।
পিএলআইডি জনিত কোমর ব্যথার একপর্যায়ে কোমর একপাশে বেঁকে যেতে শুরু করতে পারে।
এক্ষেত্রে একজন ফিজিওথেরাপি চিকিৎসক বের হয়ে যাওয়া ডিস্কএর চাপ কমানো, বেঁকে যাওয়া কোমর সোজা করতে, হাটা চলাচল উন্নত করা সহ রোগিকে স্বাভাবিক জীবনে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
#backpainrelief #কোমর_ব্যথা #backpainphysiotherapy
♦️♦️সম্পূর্ণ গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক দ্বারা পরিচালিত একাডেমি অব ফিজিওথেরাপি পেইন এন্ড ফিজিওথেরাপি সেন্টার বাত,ব্যথা,প্যারালাইসিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট রোগের সঠিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা প্রদান করে আসছে। বিভিন্ন রোগের কারণ ,লক্ষণ ,চিকিৎসা ও প্রতিরোধের উপায় নিয়ে তথা আপনাদের চিকিৎসা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদানের উদ্দেশ্যকে সামনে রেখে এই চ্যানেলে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন।✅
🏥❇️আমাদের ঠিকানাঃ
একাডেমি অব ফিজিওথেরাপি পেইন এন্ড ফিজিওথেরাপি সেন্টার (APPRC)
বাসা-৬, রোড-২, ব্লক-এ, মিরপুর-১১, মেট্রোরেল পিলার ২১৮, ঢাকা।
☎️তথ্য ও পরামর্শঃ 01758 394 302
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: