—---🌹 তুমি ছাড়া কিছু চাই না 🌹🎵চাঁদের আলোয় ভিজে যায় রাত,তোমার ছোঁয়ায় জাগে নতুন প্রভাত।
Автор: Itz santanu
Загружено: 2025-09-21
Просмотров: 17
---
🌹 তুমি ছাড়া কিছু চাই না 🌹
🎵
চাঁদের আলোয় ভিজে যায় রাত,
তোমার ছোঁয়ায় জাগে নতুন প্রভাত।
স্বপ্ন গুলোয় তুমি আঁকা ছবি,
মনটা শুধু তোমায় খুঁজে নেবে চিরদিনই।
🎵
🌸 কোরাস 🌸
তুমি ছাড়া কিছু চাই না আর,
তুমি আমার প্রাণের গান, হৃদয়ের পার।
তোমার চোখে হারিয়ে যেতে চাই,
তুমি ছাড়া কিছু চাই না আর ভাই।
🎵
হাওয়ার সাথে তোমার নাম ডাকি,
নদীর জলে শুধু তোমায় আঁকি।
দূরে থেকেও লাগে তুমি পাশে,
তুমি আমার জীবন, তুমি আমার ভালোবাসা।
🎵
🌸 কোরাস 🌸
তুমি ছাড়া কিছু চাই না আর,
তুমি আমার প্রাণের গান, হৃদয়ের পার।
তোমার চোখে হারিয়ে যেতে চাই,
তুমি ছাড়া কিছু চাই না আর ভাই।
--
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: