Bengal icon news: নামখানায় খবর সংগ্রহ করতে গিয়ে নিগ্রহ সাংবাদিক
Автор: Bengal Icon News
Загружено: 2022-03-23
Просмотров: 350
Bengal icon news: নামখানায় খবর সংগ্রহ করতে গিয়ে নিগ্রহ সাংবাদিক
খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকারের পাশাপাশি সাংবাদিকদের মারধর করার অভিযোগ উঠল নামখানায়। অভিযোগ, সাংবাদিকদের মারধরের পাশাপাশি এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানীরও চেষ্টা করা হয়। এমনকি চিত্র সাংবাদিককে মারধর করে, তার ক্যামেরা কেড়ে নেওয়া হয়। পাশাপাশি খবর সংগ্রহ করতে যাওয়ার ঘটনার ছবিও মুছে দেয় অভিযুক্তরা। এই ঘটনায় ইতিমধ্যেই বুধবার চাঞ্চল্য ছড়ায় নামখানা এলাকায়। বুধবার নামখানার নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের গণেশ নগরের বটতলা এলাকায় চোর সন্দেহে এক যুবক স্থানীয় কিছু মানুষের গণপিটুনির শিকার হয়। সেই খবর পাওয়া মাত্রই নামখানা এলাকার এক মহিলা সাংবাদিক এবং তার দুই চিত্র সাংবাদিক খবর সংগ্রহ করতে যায়। এর পরেই ওই যুবককে গণপিটুনি করা মানুষজন ছবি তুলতে বাধা দেয় সাংবাদিকদের। পাশাপাশি যে সমস্ত ছবিগুলি তোলা হয়েছিল, তা জোর করে ক্যামেরা কেড়ে নিয়ে মুছে দেয় অভিযুক্তরা। খবর করতে বাধা দেওয়ায় দুই চিত্রসাংবাদিক এবং মহিলা সাংবাদিকের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্তরা। এমনকি মহিলা সাংবাদিকের শ্রীলতাহানির চেষ্টা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের হুমকি দেওয়া হয়, পরবর্তীতে কোন জায়গায় খবর করতে গেলে তাদের প্রাণের ঝুঁকি রয়েছে। কোনক্রমে ওই ঘটনাস্থল ছেড়ে সাংবাদিকরা প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে আসতে পারে। এর পরেই ওই মহিলা সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের পক্ষ থেকে কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ। এই ঘটনার পরেই আক্রান্ত হওয়া সাংবাদিকরা আতঙ্কে ভুগছেন।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে সাংবাদিকরা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কণ্ঠরোধ করার চেষ্টা করছেন কিছু ব্যাক্তি। নামখানা সাংবাদিক নিগ্রহ এর প্রতিবাদ জানিয়ে বেঙ্গল আইকন নিউজ টিম পুরো ঘটনার নিন্দা করেছে।
#bengal_icon_news
#namkhana
#repoter
#police_news
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: