Brishti tumi by Jannate Romman Tithi, Kalpotithi, বৃষ্টি তুমি
Автор: Jannate Romman Tithi
Загружено: 2021-08-02
Просмотров: 871
বৃষ্টি তুমি' ..
বৃষ্টি তুমি অঝর ধারায় ঝরো
আমার চোখের নীরব কান্না
একটু আড়াল করো
অঝর ধারায় ঝরো।
বৃষ্টি তুমি আমায় আপন করো
চোখ ভিজে যাক, মন ভেঙে যাক
তবুও ঝরে পড়ো
বৃষ্টিধারায় ভিজিয়ে দাও নীরব অভিমান
আমি বৃষ্টিই চাই
বৃষ্টি আনুক অসময়ের গান।
বৃষ্টি তুমি আমায় যেওনা ভুলে
ঝরবে যখন পড়বে মনে
তুমিই আপন ছিলে
দুঃখ ভুলে বৃষ্টির জল
আজ তোমাকে চাই
চোখ ধুয়ে যাক, মন ভুলে থাক
তোমারই গান গাই।
শিল্পী: জান্নাতে রোম্মান তিথি (কল্পতিথি)
কথা ও সুর: জান্নাতে রোম্মান তিথি (কল্পতিথি)
সংগীতায়োজন: বিনোদ রায়
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: