আমাদের দ্বারা সম্পন্ন হওয়া প্রজেক্ট এর ডেলিভারী
Автор: Green Construction Investment
Загружено: 2026-01-11
Просмотров: 117
আরো একটি বাড়ির ডেলিভারি সম্পন্ন করলাম কুমিল্লার মুরাদনগরে। এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত গ্রীন কন্সট্রাকশন ইনভেস্টমেন্টের সকল প্রকৌশলী, ঠিকাদার, লেবার ও সাপ্লায়ারদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক প্রতিকূলতা পেরিয়ে আমরা এই প্রজেক্টটি সম্পন্ন করেছি। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তায়ালার দরবারে। আলহামদুলিল্লাহ।
একটা বাড়ি একটা স্বপ্ন। একটা পরিকল্পনা। সারাজীবনের উপার্জন, বন্ধন, বসবাসের স্থান; যা দিয়েই বিশ্লেষণ করে, একটা বাড়ির গুরুত্ব অপরিসীম। আমরা অনেকেই এই স্বপ্নকে তুলে দেই অপরিপক্ক ঠিকাদারের হাতে, অথবা আমরা নিজেরাই দাইয়ত্ব নিয়ে নেই নিজের বাড়ি নির্মাণের। ফলশ্রুতিতে আমরা অর্থ সংকটে পড়ি, অনভিজ্ঞতার কারণে খারাপ সাপ্লায়ার আর দুষ্ট ঠিকাদারের পাল্লায় পড়ি, সর্বপোরি মাথার ঘাম পায়ে ফেলে, জুতার তলা ক্ষয় করে, অতিরিক্ত খরচের কারণে রিক্ত শূণ্য হয়ে আর পাই একটা দূর্বল স্থাপনা, অনিরাপদ আবাসন।
অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে আমাদের নিজেদের জীবন ফেলে দেই অনিশ্চয়তায়। প্লাস্টার খসে পড়ে, রঙ-এ নোনা ধরে, বৃষ্টির পানি চুইয়ে পড়ে, রুমের সেগমেন্ট ঠিক নাই, ওয়াশরুম সেগমেন্ট ঠিক নাই, সুয়ারেজ লাইনে জ্যাম, ইলেক্ট্রিক শর্ট সার্কিট, পিলারের বাগান, রুমের মাঝখানে পিলার, বারান্দায় পিলার সহ নানাবিধ সমস্যায় পতিত হই।
সুতরাং, সবচেয়ে সহজ সমাধান, যে যেই কাজে পারদর্শী, তাকে দিয়েই সেই কাজ করানো। নির্মাণ রিলেটেড সকল কাজে পারদর্শী হল গ্রীন কন্সট্রাকশন। ঝামেলাহীন বাড়ি পেতে চাইলে আমরাই সহজ সমাধান। আপনি প্রবাসে থাকেন? আপনি অনভিজ্ঞ? আপনি ব্যস্ত? জাস্ট আমাদের উপর নিশ্চিন্তে নির্ভর করুন। আমরা নির্মাণ করে দিব আপনার বাড়ি।
আর হ্যাঁ, আমাদের রয়েছে ৩৬ মাসের জন্য বাজেটের ৪০% পর্যন্ত সুদমুক্ত লোন সাপোর্ট। মালিকের কাছে বাজেটের ৬০% টাকা থাকলেই হাত দিতে পারবেন বাড়ির কাজে। শীত শুরু হল, এখনি সময় বাড়ির কাজ ধরার। দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে।
👨🏭ইঞ্জিনিয়ার মোঃ বিল্লাল হোসেন
ম্যানেজিং ডাইরেক্টরঃ গ্রীন কন্সট্রাকশন ইনভেস্টমেন্ট
📞01311158777
👨🏭যুবাইর মাহমুদ
ব্র্যান্ড ম্যানেজারঃ গ্রীন কন্সট্রাকশন ইনভেস্টমেন্ট
📞01785303661
ইউটিউবঃ www.youtube.com@GreenConstructionInvestment
ওয়েব সাইটঃ www.greenconinvestment.com
অফিসঃ তৃতীয় তলা, ইদ্রিস টাওয়ার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং, কলেজগেট বাসস্ট্যান্ড, টঙ্গী, গাজীপুর, ১৭১০।
গুগল ম্যাপে আমাদের অফিস লোকেশন দেখতে এই লিংকে ক্লিক করুনঃ
https://maps.app.goo.gl/54sadnQy4AqT8...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: