কোন্নগর বাবা লোকনাথ সেবাশ্রমে কার্তিক ব্রত পালন ও মঙ্গলদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান।
Автор: Konnagar baba loknath Sevashram
Загружено: 2025-11-10
Просмотров: 165
নিজস্ব সংবাদদাতা,হুগলী, ৯ই নভেম্বর ২০২৫ : কার্তিক মাসের শেষ ১৫ দিনে প্রতি শনি ও মঙ্গলবার ‘কার্তিক ব্রত’ বা উপবাস পালন করেন লোকনাথভক্তরা। এই সময় কলাপাতা, ফুল, মাটির প্রদীপ সাজিয়ে, আগরবাতি বা ধূপ জ্বালিয়ে উন্মুক্ত ময়দানে লোকনাথের মূর্তির সামনে সারিবদ্ধভাবে বসেন তাঁরা। কলাপাতার ওপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষে ভাঙা হয় উপবাস। এ সময় আপনজনের জন্য মঙ্গল কামনা করেন সবাই। সেই অনুসারে গত শনিবার ৮ই নভেম্বর বাংলার বিভিন্ন লোকনাথ মন্দিরের এই ব্রত পালনের সঙ্গে হুগলির কোন্নগর লোকনাথ বাবা সেবাশ্রমে কার্তিক ব্রত ও মঙ্গলদীপ প্রজ্জ্বলন করেন মন্দিরের ভক্তরা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: