দুর্ঘটনায় শিশুর দাঁত ভাঙলে কী করবেন? DTB। Dental Tv Bd
Автор: DTB (dental tv bd)
Загружено: 2022-01-07
Просмотров: 7420
দুর্ঘটনায় শিশুর দাঁত ভাঙলে কী করবেন? DTB। Dental Tv Bd
দুর্ঘটনায় শিশুর দাঁত ভাঙলে কী করবেন? DTB। Dental Tv Bd
দুর্ঘটনায় শিশুর দাঁত ভাঙলে কী করবেন? DTB। Dental Tv Bd
---------------------------------------------------------------------
অনেক সময় আঘাতের কারণে শিশুর দাঁত ভেঙে যেতে পারে? এ ক্ষেত্রে করণীয় কী?
বাচ্চাটার বয়সের ওপর কিছু বিষয় নির্ভর করে। যেমন, বাচ্চার হয়তো দুধদাঁত ছিল, সেই দাঁতে আঘাত পেয়েছে, এ ক্ষেত্রে আসলে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে সবচেয়ে বেশি দুশ্চিন্তার হয়, যখন একটি শিশুর বয়স ছয়ের ওপরে হয়। ছয় থেকে নয় বা ১০ বছর বয়সে বাচ্চাদের যখন আঘাত লাগে, তখন দাঁতটা পরিপক্ব হয় না। বিশেষ করে সামনের দাঁতেই তো সাধারণত আঘাত লেগে থাকে, তাই পরিপক্ব না হওয়ায় ওই দাঁতটা নিয়ে পরে খুব ঝামেলায় পড়তে হয়। কারণ, যখন একটি দাঁতের গোড়া পরিপূর্ণ না হয়, তখন দাঁতটা আস্তে আস্তে বিবর্ণ হয়ে যায়।
এখন কোনো একসময় দাঁত থেকে সিস্ট হয়, অনেক সময় সেই জায়গা থেকে ধীরে ধীরে টিউমার হওয়ার আশঙ্কা থাকে। আবার যদি অল্প একটু আঘাত লাগে, ওপরে ক্রাউনে যদি আঘাত লাগে, সে ক্ষেত্রে হয়তো পরে ফিলিং করতে হয়।
তবে যেটি সবচেয়ে বেশি সবার জন্য জানা দরকার, একটি দাঁত পড়ে গেলে বা দাঁতে আঘাত লাগলে, দাঁতটি মুখের ভেতর থাকলে বা সকেটে থাকলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিলেই হয়।
আর আঘাত পাওয়ার পর সম্পূর্ণ দাঁতটি যদি বাইরে চলে আসে, সে ক্ষেত্রে যাঁরা শিক্ষক বা অভিভাবক রয়েছেন, তাঁদের উচিত দাঁতকে ভেতরের দিকে নিয়ে আসা। ছয় ঘণ্টার মধ্যে নিয়ে এলে দাঁতকে সরক্ষণ করা যায়। অনেকে ভুল করে রুমালের মধ্যে নিয়ে আসে বা পানির মধ্যে রাখে। এটি না করে মুখের মধ্যে নিয়ে যেতে হবে। যদি স্থায়ী দাঁত হয়, সে ক্ষেত্রে এই কাজটি করতে হবে। আর যদি দুধদাঁত পড়ে যায়, সে ক্ষেত্রে আমরা অতটা গুরুত্ব দিই না। কেবল কিছু ব্যথানাশক ওষুধ দিলে ঠিক হয়ে যায়।
-------------------------------------------------------
DTB (Dental Tv Bd ) is a Dental health related channel.
New smile, New life, This is the simple slogan of our channel. Everyone wants to have a gentle doctor. Experience the gentle difference. Creating beautiful smiles. Bringing life to your smile. Because your smile is our passion. Kids love us, Parents trust us! This sounds like a good dental health to choose.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: