ভুলে গেছো তুমি 🥀🥀 আমি আছি আগের মতই💔💔 Sad Song Bangla । Kobita । Gaana2.5
Автор: Gaana2.5
Загружено: 2025-11-07
Просмотров: 52
ভুলে গেছো তুমি 🥀🥀 আমি আছি আগের মতই💔💔 Sad Song Bangla । Kobita । Gaana2.5
ভুলে গেছো তুমি 🥀🥀 আমি আছি আগের মতই💔💔 Sad Song Bangla
Song arragment --Raj Razzak
Composer ----------Raj Razzak
Vocal------------------Kobita
Lyric------------------Raj Razzak
Produser----------Raj Razzak
Lebel---------------Nr Music Zone
A Song by Official Nr Music Zone
------------------Song Lyric-----------------
ভুলে গেছো তুমি
ভেবেছিলাম চিরদিন থাকবে তুমি পাশে,
স্বপ্নগুলো আজ হারিয়ে যায় নিঃশব্দ বাতাসে।
মনে পড়ে যায় তোমার সেই হাসি,
আজও তাতে মিশে আছে আমার নিঃশ্বাসই।
তুমি বলেছিলে ফিরবে আবার,
আজও সেই কথায় বেঁচে আছি আমি।
সময় থেমে যায় তোমার নাম শুনলে,
কেন যে এমন ভালোবাসি জানি না আমি।
ভুলে গেছো তুমি, আমি আছি আগের মতোই,
তোমার স্মৃতিতে ভিজে চোখের জল রাতভরই।
তোমার পায়ের শব্দ শুনতে পাই স্বপ্নে,
জেগে উঠলে বুঝি — তুমি নেই বাস্তবে।
আকাশে চাঁদ উঠলে মনে পড়ে যায়,
তোমার চোখের আলো, আজও আমায় পোড়ায়।
ফোনে সেই পুরনো ছবিটা দেখি,
হাসি মুখটা দেখে বুকটা ভারী হয়ে যাই।
যদি একদিন ফিরে আসো হঠাৎ,
বলব না কিছু, শুধু চেয়ে থাকব নিঃশব্দে।
তোমায় হারানোর এই ব্যথা,
আজ আমার গানে বেঁচে আছে নীরবে।
ভুলে গেছো তুমি, তবু মুছে না স্মৃতি,
তোমার নামেই বাঁচে আমার প্রতিদিনের প্রীতি।
হয়তো দেখা হবে অন্য কোন জীবনে,
সেখানে তুমি আমারই হবে — নিশ্চিত মনে।
License
Creative Commons Attribution license (reuse allowed)
Any information :
mastibangla11@gmail.com
mrrajrazzak@gmail.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: