Nursing Home Care ❤ Nursing Home Service in Dhaka Bangladesh
Автор: Imran Home Care Pvt Ltd
Загружено: 2018-05-31
Просмотров: 7119
আপনার নিজ ঘরে সল্প/দীর্ঘ মেয়াদী দক্ষ নার্স সেবা পেতে কল করুন - 01719661366 , 01730472022.
Nursing Home Care ❤ Nursing Home Service in Dhaka Bangladesh.
বিস্তারিত জানতে ভিজিট করুন - https://www.nursinghomecarebd.com
Official Blog Site: https://nursinghomecarebd.blogspot.com/
নার্সিং হোম কেয়ার একটি সেবা মূলক প্রতিষ্ঠান। আমাদের উদ্দেশ্য বৃদ্ধ ও অসুস্থদের সঠিক সেবা দান করা।
নার্সিং হোম কেয়ার যাদের জন্য !!
আপনার পরিবারের সেই সকল প্রিয় মানুষ, যারা এক কথায় বলতে গেলে নিজের খেয়াল নিজে রাখতে অপারগ । তারাই যারা অনেকদিন ধরে বিছানায় জীবন যাপন করছে । যারা অন্যের সাহায্য ছাড়া নড়তে পারে না ঠিক তাদের জন্যই আমাদের এই হোম সার্ভিস ।
• আমরা সেবা দিয়ে থাকি – (মহিলা বা পুরুষ)
• বৃদ্ধ ও অসুস্থ ব্যাক্তি
• শিশু
• প্যারালাইযড ব্যাক্তি
• স্ট্রোক রোগী
• পঙ্গু
• অন্ধ
• ডিমনেশিয়া রোগী
• পোস্ট অপারেটিভ রোগী
• আই-সি-উই ফেরত রোগী
• সি-সি-উই ফেরত রোগী
• মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি
• দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যাক্তি
• অন্যান্য
আমরা আপনার বৃদ্ধ অসুস্থ পিতা মাতাকে দেখাশোনা করার জন্য পেশেন্ট কেয়ার দিয়ে থাকি ২৪ ঘন্টা ও ১২ ঘন্টা ।
নার্সিং হোম কেয়ারের পক্ষ থেকে যে সকল সেবা সমূহ দেয়া হয়ঃ
• সেবক সেকিকাগণ যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকবে।
• ব্লাড প্রেসার, পালস,জ্বর, গ্লুকোজ , শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করবে।
• ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ঔষধ সেবন করাবে।
• ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিস্কার এবং অবশ্যই চোখের যন্ত নিবে।
• সঠিক সময়ে গোসল, হাত, পা এবং পিঠের যন্ত নিবে।
• ২/৩ দিন পর পর সেভ ক্লীন করাবে এবং সময় মত হাত ও পায়ের নখ কাটে দিবে।
• রোগী যে ভাবে থাকতে সাচ্ছন্দবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুইয়ে রাখবে।
• চলা ফেরায় সাহায্য করবে এবং অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকবে।
• সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াবে। মুখে খাবার খেতে না পারলে এন জি টিউব বা যে কোন উপায়ে বার বার খাবার খাওয়ানোর চেষ্টা করবে।
• রোগীর শারীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থকলে অবশ্যই সব সময় নজর রাখবে, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করবে এবং অবস্থা বুঝে ড্রের্সিং করবে।
• রোগীকে টয়লেটে নিয়ে যেতে সাহায্য করবে। বিছানায় পায়খানা, প্রসাব হলে অবশ্যই পরিস্কর করবে। পায়খানা প্রস্বাব ঠিকমত হয় কিনা তা লক্ষ্য রাখবে।
• এন জি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন সহকারে খেয়াল রাখবে।
• প্রত্যেক দিন ২/৩ বার হাটাবে এবং রোগীর চাহিদানুযায়ী শরীর, হাত, পা ম্যাসাজ বা ব্যায়াম করিয়ে দিবে।
• রোগীকে পত্রিকা, গল্পের বই ইত্যাদি পড়ে শোনাবে এবং রোগীর সাথে সুন্দর করে কথা গল্প করবে।
• রোগীর ব্যবহৃত কাপর, বিছানাপত্র গুছিয়ে রাখবে।
• প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম অবশ্যই যন্ত সহকারে পরিস্কার পরিচ্ছন্ন রাখবে।
• রোগীর অভিবাভকদের সাথে সম্মানজনক ব্যবহার করবে। তাদের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান করবে।
যোগাযোগঃ ০১৭১৯৬৬১৩৬৬
#nursing_home_care
#nursinghomecare
#nurse
#dhaka
#bd
#health
#tips
#bangla
About Nursing Home Care.
Nursing Home Care is a social organization dedicated to home and community-based nursing home health care.
Our Services:
In-home health services
Nurse
Maidservant/ward boy
Physiotherapy
Doctor
Medicine
Medical Equipment
Pathology
nursing home
nursing home care
nursing home Dhaka
nursing home care in bd
nursing home service
nursing home service in Dhaka
nursing home service in Dhaka Bangladesh
nursing home support in Dhaka Bangladesh
patient care service in Dhaka.oxygen cylinder. Medical oxygen cylinder refill rent sell in Bangladesh
oxygen cylinder home service.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: