সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালা কবর কেন পূর্ব পশ্চিম | সিলেটের শাহজালাল রহ: প্রধান সেনাপতির মাজার
Автор: Badrul Alam Salman
Загружено: 2025-07-31
Просмотров: 783
সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালা কবর কেন পূর্ব পশ্চিম | সিলেটের শাহজালাল রহ: প্রধান সেনাপতির মাজার
সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মাজার।
সিলেট বিজেতা হযরত শাহ জালালের অন্যতম সঙ্গী অনুসারী ও সিলেট অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। সিলেটের ইতিহাসে বহুল আলোচিত তরফ রাজ্য ১৩০৪ খ্রিষ্টাব্দে তার মাধ্যমে বিজিত হয়। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় মুড়ারবন্দ নামক স্থানে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের মাজার অবস্থিত। তার জন্ম ও মৃত্যুর তারিখ সম্পর্কে জীবনী গ্রন্থে আনুমানের ভিত্তিতে ১২৫০ সালে জন্ম হয়েছে এবং শাহ জালালের মৃত্যুর পূর্বে (১৩৪৬ খ্রিষ্টাব্দের পূর্বে) তিনি মৃত্যুর বরণ করেন বলে উল্লেখ্য রয়েছে।।।
#সৈয়দনাসিরউদ্দিনসিপাহসালামাজার #শাহজালালমাজার
#sylhetmazar
#মাজার
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: