ড. আব্দুল মান্নানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গল্প | Dhaka-06 | Innova Talks | Jamaat-e-Islami |
Автор: Dhaka-06
Загружено: 2025-10-26
Просмотров: 1395
ইনোভা টকসের একটি সাক্ষাৎকারে অংশগ্রহন করেন ঢাকা–৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান । আলোচনায় তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা ও নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছেন।
তিনি উল্লেখ করেন, ইফতারে পানির পরিবর্তে প্রস্রাব দেওয়া হয়েছিল—এমন এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। শিক্ষা জীবনের প্রসঙ্গে জানান, প্রাথমিক থেকে পিএইচডি পর্যন্ত প্রতিটি ধাপেই তিনি স্কলারশিপ পেয়েছেন।
মান্নান বলেন, হাজি সেলিম ভুয়া বাবা সাজিয়ে এক মৃতদেহ নিয়ে যান, যা ছিল চমকপ্রদ এক ঘটনা। তিনি দুঃখ প্রকাশ করেন যে, ঢাকা–৬ আসনের ৩০ লাখ মানুষের জন্য এখনো একটি সরকারি হাসপাতাল পর্যন্ত নেই।
ব্যবসা ও রাজনীতি প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “ব্যবসা আর চাঁদাবাজি একসাথে চলবে না।” তার মতে, দেশে দারিদ্র্যমুক্তির সূচনা হবে সবার আগে ঢাকা–৬ থেকে।
আলোচনায় তিনি আরও বলেন, জামায়াতের নেতা-কর্মীদের স্ত্রী ও বোনেরাই সবচেয়ে বেশি চাকরি করেন। তিনি বলেন, জামায়াতের প্রার্থীরা দুর্নীতি করেন না এবং দলটি সব মতের আলেমদের সঙ্গে নিয়ে চলতে চায়। পুরো আলোচনা শুনুন এখানে…..
(ভিডিও কার্টসি: Innova Talks)
#InnovaTalks, #DrMannan, #Dhaka6, #Politics, #JamaatIslami, #Election2025, #BangladeshPolitics, #Leadership, #InnovaStudio, #IslamicPolitics, #Development, #CorruptionFree, #PublicAwareness, #YouthVoice, #ChangeBeginsHere
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: