পোড়া স্মৃতি _
Автор: aCrossKajal Studio
Загружено: 2026-01-12
Просмотров: 81
পোড়া স্মৃতি — একটি গান, একটি গল্প।
ভালোবাসা, প্রতীক্ষা আর পুড়ে যাওয়া স্মৃতির এক নীরব অনুবাদ।
Lyrics, tune & music : Rakib Kajal
Genre: Soft Rock / Alternative Rock
🎧 হেডফোনে শুনুন।
© aCrossKajal. All rights reserved.
🎶 Lyrics: পোড়া স্মৃতি
এই শহরের পথে একা হাঁটি যখন,
নিয়ন আলোয় খুঁজি তোমার ছায়া।
জং ধরা গ্রিলে রাখা ঠান্ডা হাত,
স্মৃতিরা এসে করে যায় শুধু মায়া।
আমার পৃথিবীটা থমকে গেছে,
তোমারটা কি আজও এগিয়ে যায়?
বুকের ভেতরটা জমে ওঠে মেঘ,
ঝড় তুলবার আগে কাঁপে আবেগ।
কোন ভুলে সব হলো ছারখার?
কে দেবে উত্তর এই প্রশ্নের আমার?
আমার আকাশ জুড়ে নেমেছে অবসাদ,
হারিয়ে গেছো তুমি, ভেঙে গেছে সব সাধ।
চিৎকার করে ডাকি, ফেরানো কি যায়?
তোমারই স্মৃতিরা আমাকে শুধু পোড়ায়!
একসাথে দেখা স্বপ্নগুলো সব,
ছেঁড়া কাগজের মতো উড়ে যায়।
তোমার গলার স্বর, তোমার সেই হাসি,
আজও কানের কাছে প্রতিধ্বনি শোনায়।
সব কোলাহলের মাঝেও আমি একা,
এই শূন্যতা কি কখনো শেষ হয়?
বুকের ভেতরটা জমে ওঠে মেঘ,
ঝড় তুলবার আগে কাঁপে আবেগ।
কোন ভুলে সব হলো ছারখার?
কে দেবে উত্তর এই প্রশ্নের আমার?
আমার আকাশ জুড়ে নেমেছে অবসাদ,
হারিয়ে গেছো তুমি, ভেঙে গেছে সব সাধ।
চিৎকার করে ডাকি, ফেরানো কি যায়?
তোমারই স্মৃতিরা আমাকে শুধু পোড়ায়!
হয়তো ছিলোনা দোষ কারো, ছিলো সময়েরই ভুল,
তবু কেন এই মন খোঁজে, সেই হারানো মাশুল?
সবকিছু জেনেও, মেনে নিতে পার না এই মন,
চলছে একাই এক অসময়ের যুদ্ধ সারাক্ষণ।
আমার আকাশ জুড়ে নেমেছে অবসাদ,
হারিয়ে গেছো তুমি, ভেঙে গেছে সব সাধ।
চিৎকার করে ডাকি, ফেরানো কি যায়?
তোমারই স্মৃতিরা আমাকে শুধু পোড়ায়!
শুধু পোড়ায়... স্মৃতিরা পোড়ায়...
ছাই হয়ে যাওয়া স্বপ্নগুলো... শুধু পোড়ায়...
#পোড়া_স্মৃতি #PoraSmriti #RakibKajal #BanglaOriginalSong #BanglaRock #SoftRock #BanglaMusic #OriginalAudio #একটি_গান_একটি_গল্প #LoveSong #BanglaSong #acrosskajal
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: