রাজ-রাজেশ্বর দেখা দাও | Raj Rajeshwar Dekha Dao | Vivekananda Song | বিবেক গীতি | Swami Punyodananda
Автор: Dharmakatha: Self Realization is Religion
Загружено: 2026-01-05
Просмотров: 1082
রাজ-রাজেশ্বর দেখা দাও।
করুণা ভিখারী আমি, করুণ-নয়নে চাও৷
চরণে উৎসর্গ দান, করিয়াছি এই প্রাণ,
সংসার-অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও॥
কলুষ কলঙ্কে ভরা আবরিত এ হৃদয়,
মোহে মুগ্ধ মৃতপ্রায় হয়ে আছি দয়াময়
মৃতসঞ্জীবনী দানে শোধন করিয়ে লও॥
“রাজ-রাজেশ্বর দেখা দাও”—স্বামী বিবেকানন্দ রচিত এই প্রার্থনাগীতিতে প্রকাশ পেয়েছে আত্মার গভীর আর্তি।
মানুষের অন্তরের ক্লেশ, সংসারের দাহ, মোহের বন্ধন—সবকিছুর মাঝেই ঈশ্বরের করুণ দৃষ্টির জন্য এক আকুল আহ্বান।
এই গানে আমরা পাই—
নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করার আহ্বান,
পাপ, কলুষ ও মোহ থেকে মুক্ত হয়ে মৃতসঞ্জীবনী কৃপা লাভের প্রার্থনা।
✨ এই গান আমাদের মনে করিয়ে দেয়—
Self Realisation is Religion
আত্মশুদ্ধি ও ঈশ্বরোপলব্ধিই জীবনের চূড়ান্ত সাধনা।
🙏 মন দিয়ে শুনুন, হৃদয়ে ধারণ করুন এবং অন্তরের যাত্রায় এক ধাপ এগিয়ে যান।
শিল্পী : স্বামী পুণ্যদানন্দ | Swami Punyodananda
স্থান: রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকা, বাংলাদেশ | Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka, Bangladesh
কথা: স্বর্ণকুমারী ঘোষাল | Swarnokumari Ghoshal
তালঃ কানাড়া - কাওয়ালী
Inspired by: Self Realization is Religion
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: