কৃতিদের সংবর্ধনা জ্ঞাপন 2025
Автор: Durgapur Balaka Manimela
Загружено: 2025-08-02
Просмотров: 9
মণিমেলার আদর্শই হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা যাতে দেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠে আর দেশকে পরিচালনা করার ক্ষমতা লাভ করে। নিজের কর্ম কুশলতা আর শিক্ষার দ্বারা দেশের গর্ব হয়ে দেশ তথা দশের মুখ উজ্জ্বল করে। মৌমাছি ঠিক যেমনটি চেয়েছিলেন এবং মনিমেলা গড়ে তোলার আগে থেকেই মণি ভাই বোনদের খেলাধুলা আর শরীর চর্চার সাথে পড়াশোনার প্রতি আকর্ষণ আর ভক্তি তৈরি করতে বলেছিলেন নিজের চিঠির মাধ্যমে। তিনি এমন ভাবে ছোটদের মনে পড়াশোনার ব্যাপারে আকর্ষণ তৈরি করেছিলেন যে ছোটরা আনন্দের সাথে পড়াশোনা কে উপভোগ করতে পারে এবং শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
দুর্গাপুর বলাকা মণিমেলাতেও তার দীর্ঘ 53 বছরের যাত্রাপথে অনেক ভাই বোন তাদের জীবনে প্রতিষ্ঠা লাভ করে আজ দেশ ও বিদেশেও প্রতিদিন নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। পুনর্মিলন উৎসবের মাধ্যমে তাদের মধ্যে কিছু প্রাক্তন ভাই বোনদের সান্নিধ্য এই প্রজন্মের ভাই বোনেরা উপলব্ধি করেছে এবং উজ্জীবিত হয়ে তারাও নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টায় নিয়োজিত হয়েছে এবং হচ্ছে। যার উদাহরণ আমরা প্রতি বছরই দেখছি আর ভবিষ্যতেও দেখে যাবো। এটাই মণিমেলার আদর্শ। এখানে কেউ পুরোনো বা নতুন নয় সবাই ভাই বোন হিসাবে মিশে পরবর্তী প্রজন্মের শিশুদের মৌমাছির দেখানো আদর্শে গড়ে তোলার চেষ্টা করছে।
একটি শিশু 3 বা সাড়ে তিন বছর বয়স থেকে মণিমেলায় ভর্তি হয়ে মাধ্যমিক স্তর অবধি মনিমেলায় যোগদানে করে মনি ভাই বোন হিসাবে। আর তার পরবর্তীতে তারা কিছুদিন কর্মী হিসাবে কাজ করে এগিয়ে যায় তাদের জীবনের পরবর্তী লক্ষ্যে। এভাবেই চলতে থাকে বছরের পর বছর। আর প্রতি বছরই আমরা এই মণি মুক্তদের গড়ে তুলে তাদের ভবিষ্যতের কর্তব্য আর কর্মের জন্য ছেড়ে দি। কিন্তু সে ছাড়াও ছাড়া নয়। নিজেদের প্রতিষ্ঠিত করে যারা দুর্গাপুর বা সংলগ্ন এলাকায় কর্মজীবন শুরু করে তারাও চেষ্টা করে থাকে বছরের কয়েকটা দিন যেন তারা তাদের কিছুটা সময় আজকের ভাইবোনদের সাথে থেকে তাদের উজ্জীবিত করতে পারে।
এবছর আমরা আমাদের অনেক ভাই বোনদের পেয়েছি যারা ক্লাস 10 এবং 12 এ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের বঙ্গ মনীষী সন্ধ্যা 2025 এ মঞ্চে থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো এটাই যে এ দিনের মঞ্চ আলোকিত করে প্রধান অতিথি সহ যে সকল ব্যক্তি এদের সংবর্ধনা দিচ্ছেন তারাও কোনো না কোনো দিন এই মণিমেলা থেকেই শিক্ষা লাভ করে আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।
ক্রমশ প্রকাশ্য
#monimela #kids #kidsgames #durgapur
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: