Java Bird Price In Bangladesh and India 2022 | জাভা পাখির দাম ২০২২| জাভা পাখি পালন | Hasan's Pets
Автор: Hasan's Pets
Загружено: 2022-05-20
Просмотров: 275
Java Bird Price In Bangladesh and India 2022 | জাভা পাখির দাম ২০২২| জাভা পাখি পালন | Hasan's Pets
কিউট পোষা পাখিদের মধ্যে জনপ্রিয় পাখি হল জাভা।পাখিটির মধুর কন্ঠে শিস দিয়ে ডাকাডাকি আপনাকে মুগ্ধ করবে। আজকের পর্বে আপনারা দেখবেন বিভিন্ন প্রজাতির জাভা পাখির দাম এবং বিভিন্ন জাতের জাভা পাখি চেনার উপায়।
1. Grey java/সাধারণ জাভাঃ
সচারচর যে জাভাটি সবচেয়ে বেশি পাওয়া যায় তা হল গ্রে জাভা।
এই পাখিগুলোর বডি কালারটা হয় গ্রে কালারের বা ছাই রঙের এবং দুইপাশের পালকগুলো সাদা রঙের হয়ে থাকে।
আপনি যদি বাংলাদেশ থেকে একজোরা রানিং গ্রে জাভা পাখি কিনতে চান তবে দাম পড়বে ২০০০-২২০০ টাকাৃ আর বাচ্চা কিনলে দাম পড়বে ৮০০-১০০০ টাকা।
অন্যদিকে ইন্ডিয়াতে একজোরা রানিং পড়বে ১০০০-১২০০ রুপি।
আর বাচ্চা পাখির দাম পড়বে ৬০০-৭০০ রুপি।
2.WHITE JAVA
সাদা জাভা পাখির পুরো বডি সাদা কালারে আবৃত থাকবে।
আপনি যদি বাংলাদেশ থেকে একজোরা রানিং সাদা জাভা কিনতে চান তাহলে দাম পড়বে ২৫০০-২৮০০ টাকা। আর বাচ্চা পাখির দাম পড়বে ১২০০-১৫০০ টাকা।
অন্যদিকে ইন্ডিয়াতে রানিং একজোর সাদা জাভা পাখির দাম পড়বে ১৫০০-১৭০০ রুপি। আর বাচ্চা পাখির দাম পড়বে ৮০০-১০০০ রপি।
3.SILVER JAVA:
সিলভার জাভার মুখের দুই পাশে দুইটি সাদা স্পট দেখা যাবে এবং পুরো বডি সিলভার কালারে আবৃত থাকবে।
বাংলাদে প্রতিজোরা রানিং সিলভার জাভার দাম পড়বে ৩০০০-৩৫০০ টাকা। আর বাচ্চার দাম পড়বে ১৫০০-১৮০০ টাকা।
অন্যদিন ইন্ডিয়াতে প্রতি জোরা রানিং সিলভার জাভার দাম পড়বে ১৫০০-১৭০০ রুপি।আর বাচ্চার দাম পড়বে ১০০০-১২০০ রুপি।
4.FAWN JAVA :
এই জাতের পাখিগুলোর বডির কালার হয় হালকা তামাটে। এদের ঠোঁটের দুই পাশে সাদা রংয়ের স্পট দেখা যায়।
বাংলাদেশে প্রতি জোরা ফন রানিং ফন জাভার দাম পড়বে ৪০০০-৪৫০০ টাকা। আর বাচ্চা পাখির দাম পড়বে ২০০০-২৫০০ টাকা।
অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোরা রানিং ফন জাভার দাম পড়বে ১৫০০-২০০০ রুপি। আর বাচ্চা' পাখির দাম পড়বে ১২০০-১৫০০ টাকা।
#javasparrow
#javabirdprice
#javapakhipalon
জাভা পাখির দাম নিয়ে তৈরি করা এই কনটেন্ট টি অনেকে বিভিন্নভাবে সার্চ করে থাকে..
জাভা পাখির দাম কত,গ্ৰে জাভা পাখির দাম, কথা বলা পাখির দাম , পোষা পাখির দাম, সাদা জাভা পাখির দাম, সিলভার জাভা পাখির দাম , ক্রিম কালারের জাভা পাখির দাম, পাইড জাভা পাখি, জাভা পাখির দাম কত, Java sparrow Price In Bangladesh, Java sparrow bird Price In India , white java price in Bangladesh, Cream colored java bird price in Bangladesh and India, dashi java pakhir dam, জাভা পাখি পালন পদ্ধতি, জাভা পাখির দাম, বিদেশি পাখির দাম কত, জাভা পাখির হাট, কোথায় থেকে পাখি কিনবেন , ভালো পাখি চেনার উপায়, Java bird price in bangladesh,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: