"তুমি কোন সাহসে কম্পিউটার ডেস্কে বসেছো "- বলে অপমান করলো এইচ আর কিন্তু ছেলেটির বাবা কোম্পানির মালিক
Автор: মন ছুয়ে যায়
Загружено: 2025-12-07
Просмотров: 28097
তানিয়া জামান সাধারণ চাকরিপ্রার্থী সেজে নেক্সাস এন্টারপ্রাইজেসে প্রথম দিনে অপারেশনস ম্যানেজার শফিকের অপমানের শিকার হয়। তিনি শান্ত থেকে কোম্পানির ভেতরের পরিবেশ পর্যবেক্ষণ করেন। ১১টায় বোর্ড মিটিংয়ে তানিয়া নিজেকে নতুন এমডি হিসেবে পরিচয় দিলে সবাই স্তব্ধ হয়; শফিক লজ্জিত। তানিয়া মানবিকতার উদাহরণ হিসেবে পিওন রহিমকে সুপারভাইজার পদে উন্নীত করেন এবং শফিককে রিপোর্ট দিতে বলেন, বরখাস্ত না করে পরিবর্তনের সুযোগ দেন। পরবর্তী তিন মাসে ভয়ের সংস্কৃতি বদলে যায়, উৎপাদনশীলতা ৩৫% ও কর্মী সন্তুষ্টি ৬০% বাড়ে। শফিকও নম্র হয়ে ওঠে এবং ভালো ফল আনে। তানিয়া প্রমাণ করেন, সত্যিকারের নেতৃত্ব মানে শাস্তি নয়, মানুষকে বদলের সুযোগ দেওয়া।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: