(শহীদি কাফেলা) মজলুম জামায়াত আর কত জু/লু/ম সইবে!? মাদানি আবারো জু/লু/ম করলো জামায়াতের উপরে?
Автор: Akhlaq Samadhan TV আখলাক সমাধান টিভি
Загружено: 2025-11-17
Просмотров: 21479
🌟 আখলাক সমাধান টিভিতে আপনাকে স্বাগতম! 🌟
প্রতিদিন সকালে বিনা পয়সায় ১৬ জন রোগীকে চিকিৎসা করতেন ডাক্তার বিধানচন্দ্র রায় । কিন্তু কোনোদিনই
সকালে ১৬ জনের বেশী রোগী তিনি দেখতেন না । একদিন বিধানবাবু সকালবেলা রোগী দেখছেন । ১৬ তম রোগীকে দেখে ওষুধপত্র লিখে বেরোতে যাবেন এমন সময় কম্পাউন্ডার এসে বলল স্যার আরও একজন রোগী এসেছেন । বিরক্ত হলেন বিধানবাবু । ধমক দিয়ে কম্পাউণ্ডারকে বললেন, তুমি জানো না যে আমি এর চেয়ে বেশী রোগী দেখি না, তাহলে কেন এসেছ ?
উত্তরে বেচারা কম্পাউন্ডার মুখ কাচুমাচু করে বললেন, লোকটা মাথার যন্ত্রনায় কুঁকড়ে যাচ্ছে স্যার । পাগলের মত করছে । আপনি যদি একটু দেখে দেন ।
যেহেতু এমার্জেন্সি কেস তাই বিধানবাবু ওই রোগীকে ফেরালেন না । সোজা নিজের চেম্বারের বাইরে এসে ওই রোগীর সামনে দাঁড়ালেন । রোগীকে একবারও না ছুঁয়ে তৎক্ষণাৎ কম্পাউণ্ডারকে নির্দেশ দিলেন, সামনের বাজার থেকে একটা পাকা কাঁঠাল নিয়ে এস ।
ডাক্তারবাবুর কাছে এই নির্দেশ শুনে কম্পাউন্ডার অবাক । চমকে গেল রোগীর বাড়ির লোকেরাও । তাদের মনে একটাই প্রশ্ন পাকা কাঁঠাল দিয়ে মাথা ব্যথা সারবে নাকি ?
যাইহোক কিছু সময় বাদে পাকা কাঁঠাল এল । বিধানবাবু ওই রোগীকে স্টেচারে শুইয়ে দিলেন । তারপর পাকা কাঁঠালটি কেটে কয়েক কোয়া কাঁঠাল ওই রোগীর দুই কান বরাবর সুতো দিয়ে বেঁধে দিলেন । তারপর বিধানবাবু রোগীকে নির্দেশ দিলেন, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ এই ভাবেই শুয়ে থাকুন । এই বলেই চেম্বার ছেড়ে বেরিয়ে গেলেন বিধানবাবু । ঘন্টা দুয়েক পর স্নান খাওয়া সেরে চেম্বারে ফিরে এলেন বিধানবাবু ।
এদিকে তখন অবাক কান্ড । আশ্চর্যজনকভাবে পাকা কাঁঠালের গুণে রোগীর মাথা ব্যথা উধাও । বিধানবাবু এলেন । রোগীর দুটো কান থেকে কাঁঠালের কোয়াগুলি খুললেন আর সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাই চমকে উঠল । কাঁঠালের দুটো টুকরো জুড়ে থিকথিক করছে পিঁপড়ে । ভদ্রলোকের কান দিয়ে পিঁপড়ে ঢুকে গিয়েছিল শরীরের ভিতরে । পাকা কাঁঠালের মিষ্টি গন্ধে পিঁপড়ের দল আবার শরীরের বাইরে বেরিয়ে এসেছে ।
রোগীকে মৃদু ধমকের সুরে বিধানবাবু বললেন, এইবার পানাপুকুরে নেমে স্নান করা বন্ধ করুন নয়তো আবার এরকম হবে । আজকের মত বাড়ি যান ।
হ্যাঁ রোগীকে না ছুঁয়েই তার রোগ ধরে ফেলতেন ডাক্তার বিধানচন্দ্র রায় । তাই তো তিনি ধন্বন্তরি ।
আমাদের শ্রদ্ধাঞ্জলি.....
আখলাক সমাধান টিভিতে, আমরা বিভিন্ন ইসলামী শিক্ষা এবং গোষ্ঠীর ইতিবাচক এবং সমাধান-ভিত্তিক দিকগুলি ভাগ করে নেওয়ার উপর মনোনিবেশ করি। 🤝 আমাদের লক্ষ্য হল বোঝাপড়া, সম্প্রীতি এবং শান্তি প্রচার করা 🕊️ ইসলামে নীতিশাস্ত্র, করুণা এবং ঐক্যের মূল্যবোধ তুলে ধরে এমন আলোকিত বিষয়বস্তুর মাধ্যমে। 🕌💖
সমসাময়িক বিষয়গুলির অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা, চিন্তাশীল প্রতিফলন এবং ব্যবহারিক সমাধান অন্বেষণে আমাদের সাথে যোগ দিন। 🌍✨ বিশ্বব্যাপী মুসলমানদের সৎকর্ম, ধার্মিকতা এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনে সহায়তা করা। 🕌🌿
🔔 একটি উন্নত, আরও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে আমাদের সর্বশেষ ভিডিওগুলির সাথে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন! 🌟💫
ইসলাম সম্পর্কে জানার জন্য, ইসলামের বাণী সর্বত্র বিস্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টার সাথে আপনারা ও সঙ্গী হোন। আমাদের Channel Subscribe, Like ,Comment ও শেয়ার এর মাধ্যমে সর্বত্র বিস্তারের জন্য সহযোগিতা করুন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
📢 আখলাখ টিভি অফিসিয়াল এর নতুন ফেসবুক পেজ তথা
🌟 আখলাক সমাধান টিভি।
🔗 ফেসবুক পেজ লিংক নিচে দেওয়া হলো ⬇
follow and Like Comment করুন !!!
page link: / akhlaqtv
--------------------------------------------------
✅ For Business Inquiries: [email protected]
--------------------------------------------------
💜helpful? do subscribe (#AkhlaqSomadhanTV)
Thanks for the visit!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: