তাবলিগী জামাতের তৃতীয় আমীর হযরত মাওলানা এনামুল হাসান কান্ধলভী (রহ.)-এর জীবনী
Автор: Boyannat Media
Загружено: 2026-01-18
Просмотров: 1958
Nizamuddin Gaide Lines_World Tablig jamat
Form Bangladesh. @Boyannatmedia
তাবলিগী জামাতের তৃতীয় আমীর হযরত মাওলানা এনামুল হাসান কান্ধলভী (রহ.)-এর জীবনী
আসসালামু আলাইকুম,
......................................আমাদের উদ্দেশ্য ইউটিউবের মাধ্যমে দ্বীন প্রচার করা না। ইউটিউব কখন দ্বীন ছড়ানোর মাধ্যম হতে পারে না।
তাবলিগী জামাতের তৃতীয় আমীর হযরত মাওলানা এনামুল হাসান কান্ধলভী (রহ.)-এর জীবনীর ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ সারাংশ নিচে দেওয়া হলো:
হযরত মাওলানা এনামুল হাসান কান্ধলভী (রহ.)-এর জীবনী
তাবলিগী জামাতের তৃতীয় আমীর (হযরতজি সলিস)
১. জন্ম ও বংশ পরিচয়:
হযরত মাওলানা এনামুল হাসান কান্ধলভী (রহ.) ১৯১৮ সালের ২০ ফেব্রুয়ারি (৮ জুমাদিউল আউয়াল ১৩৩৬ হিজরি) ভারতের উত্তর প্রদেশের কান্ধলা নামক স্থানে এক বিখ্যাত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা একরামুল হাসান কান্ধলভী। তিনি তাবলিগী জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস (রহ.)-এর আপন ভাগ্নে এবং শায়খুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলভী (রহ.)-এর ফুফাতো ভাই ছিলেন।
২. শৈশব ও শিক্ষা জীবন:
তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। মাত্র ১০ বছর বয়সে তিনি পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন। প্রাথমিক শিক্ষা কান্ধলায় শেষ করার পর তিনি দিল্লির নিজামুদ্দিনে মাওলানা ইলিয়াস (রহ.)-এর কাছে আরবী ব্যাকরণ ও প্রাথমিক কিতাবাদি পড়েন। উচ্চতর শিক্ষার জন্য তিনি সাহারানপুরের বিখ্যাত মাদ্রাসা 'মাজাহিরুল উলুম'-এ ভর্তি হন। সেখানে তিনি শায়খুল হাদীস মাওলানা যাকারিয়া (রহ.) এবং অন্যান্য বিশ্ববরেণ্য আলেমদের কাছে হাদীস ও ফিকহ শাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করেন।
৩. বিবাহ ও পারিবারিক জীবন:
১৯৩৫ সালে শায়খুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলভী (রহ.)-এর বড় কন্যার সাথে তাঁর বিবাহ সম্পন্ন হয়। একই মজলিসে মাওলানা ইউসুফ কান্ধলভী (রহ.)-এর বিবাহও মাওলানা যাকারিয়া (রহ.)-এর দ্বিতীয় কন্যার সাথে সম্পন্ন হয়েছিল। তাঁর ৩ ছেলে ও ২ মেয়ে ছিল।
৪. দাওয়াতের কাজে অংশগ্রহণ:
শিক্ষাজীবন শেষ করার পর তিনি নিজেকে দাওয়াত ও তাবলিগের কাজে উৎসর্গ করেন। তিনি প্রথম আমীর মাওলানা ইলিয়াস (রহ.)-এর ছায়ার মতো সঙ্গী ছিলেন এবং তাঁর খেদমতে নিয়োজিত থাকতেন। পরবর্তীতে দ্বিতীয় আমীর মাওলানা ইউসুফ (রহ.)-এর সময়ে তিনি তাঁর প্রধান সহযোগী ও পরামর্শক (ডান হাত) হিসেবে কাজ করেন।
৫. আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ:
১৯৬৫ সালে মাওলানা ইউসুফ কান্ধলভী (রহ.)-এর হঠাৎ ইন্তেকালের পর তাবলিগের কাজ এক বড় সংকটের মুখে পড়ে। তখন বড় বড় আলেম ও মুরুব্বিদের পরামর্শে মাওলানা এনামুল হাসান কান্ধলভী (রহ.)-কে জামাতের তৃতীয় আমীর হিসেবে মনোনীত করা হয়। তিনি দীর্ঘ ৩২ বছর (১৯৬৫-১৯৯৫) অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে এই বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেন।
৬. বিশেষ অবদান ও বিশ্ব সফর:
তাঁর সময়ে তাবলিগের কাজ বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। তিনি দাওয়াতের উদ্দেশ্যে বিশ্বের প্রায় ৩৩টি দেশ সফর করেন এবং ১৪৭ বার বড় বড় দীর্ঘ সফরে বের হন। ব্রিটেন, আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান এবং আরব দেশগুলোতে তাবলিগের ভিত মজবুত করার পেছনে তাঁর বিশাল অবদান রয়েছে।
৭. চারিত্রিক বৈশিষ্ট্য:
তিনি ছিলেন অত্যন্ত কম কথা বলা মানুষ (খামোশ তবিয়ত)। তিনি ইলমের দিক থেকে পাহাড়সম উচ্চতায় থাকলেও নিজেকে সবসময় আড়ালে রাখতে পছন্দ করতেন। তাঁর বয়ান হতো সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত জ্ঞানগর্ভ ও প্রভাবশালী। তিনি উম্মতকে সবসময় ঈমান, ইখলাস এবং আখেরাতের ফিকিরের দাওয়াত দিতেন।
৮. ইন্তেকাল ও দাফন:
১৯৯৫ সালের ১০ জুন এই মহান সংস্কারক ও আলেম ইন্তেকাল করেন। তাঁর জানাজার নামাজে প্রায় ৪ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, যা দিল্লির ইতিহাসে এক স্মরণীয় ঘটনা। তাঁকে দিল্লির নিজামুদ্দিনে তাঁর পূর্বসূরিদের পাশেই দাফন করা হয়।
উপসংহার:
মাওলানা এনামুল হাসান কান্ধলভী (রহ.) ছিলেন একাধারে একজন বড় মুহাদ্দিস, আধ্যাত্মিক পথপ্রদর্শক এবং বিশ্ববিখ্যাত দায়ী। তাঁর নিরলস মেহনতের ফলেই আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশে তাবলিগের কাজ পৌঁছে গিয়েছে।
2nd Channel: / @bayanatislamictv
.................অন্যান্য সব বায়ান লিংক..................
🕌যে সব হযরগনের বয়ান পাবেন 🕌
এছারাও বিশ্ব মারকাজ নিজামুদ্দিনের হযরতগনে বয়ান রয়েছে
মূফতী মোহাম্মদ শফিউল্লাহ শাফি দাঃ বাঃ বয়ান:
• সব গুজারির বয়ান - মূফতী মোহাম্মদ শফিউল্ল্য...
মূফতী জিয়া সাহেব দাঃবাঃ বয়ান :
• Видео
ভাই মোঃ শওকত সাহেব
ভাই মোঃ শামিম সাহেব
ভাই মোঃ মাহমুদ সাহেব
হাফেজ অজিউল্লাহ্ সাহেব
hello my name is masum my channle Name is "@Boyannatmedia" subscribe please??
Youtube/Channel- / @boyannatmedia
Subscribe please.
Facebook page follow:
https://www.facebook.com/profile.php?...
তাবলিগী জামাত
----------------------------------------
----------------------------------------
#BoyannatMedia #তাবলীগজামাত #দাওয়াতওতাবলীগ #ইসলামিকবয়ান #তাবলীগআপডেট #banglawaz #tablighbayan #nijamuddinnews #ijtemabangla #dawahbangla
বলিগী জামাত
দাওয়াত তাবলীগের সকল বয়ান ও সামপ্রদিক নতুন খবর পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ
------------------------------------------
------------------------------------------
All Everyone thanks watching the videos
🔔 Subscribe now and stay updated with our latest videos that aim to build a more peaceful and compassionate world. 💫"
✅ For Business Inquiries:
masumamin75@gmail.com
Thanks for the visit!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: