Dhaka Western Valley | রাজউক জোন-১ | ঢাকা আসন-১৪। শিক্ষা নগরী | 01842333043
Автор: Dhaka Western Valley
Загружено: 2025-11-15
Просмотров: 495
প্রায় ৯,৫০০ বিঘা জমির মধ্যে প্রায় ১৯,০০০টি প্লট নিয়ে গড়ে উঠছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি। এখানে মোট দুইটি Phase রয়েছে। Phase-2 হতে ২০২৮ সালে প্রাথমিক ভাবে ২০০ টি প্লট হ্যান্ডওভার করার লক্ষ্যে বর্তমানে বালু ভরাটের কাজসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম চলছে। এককালীন ও স্বল্প-দীর্ঘ, বিভিন্ন মেয়াদী কিস্তিতে আবাসিক ও বানিজ্যিক ৩, ৫, ১০ কাঠা ও ১ বিঘা সাইজের প্লট বিক্রয়, বুকিং ও বরাদ্দ প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এছাড়াও ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে থাকবে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স ও কন্ডোমিনিয়াম নিয়ে বিশেষায়িত আবাসিক জোন।
ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রজেক্টের বাস্তবায়ন সমূহঃ
১. পাতাল ট্রেন বলিয়ারপুর থেকে নারায়ণগঞ্জ
২. গাবতলী বাস স্ট্যান্ড হেমায়েতপুর রিপ্লেস এর কাজ চলছে।
৩. প্রজেক্ট থেকে ৫-৭ কিলোমিটারের মধ্যে ১৬টা প্রাইভেট ও ১টি পাবলিক ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস রয়েছে।
৪. দক্ষিণ-পূর্ব কোণে উত্তরা-১৮ নম্বর দিয়াবাড়ি এবং উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন
৫. পূর্ব দিকে মিরপুর-১ চিড়িয়াখানা, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এবং ইস্টার্ন হাউসিং অবস্থিত।
৬. দক্ষিণ পূর্ব কোণে গাবতলী বাস স্ট্যান্ড
৭. দক্ষিনে আমিনবাজার ও চায়না প্রজেক্ট
৮. দক্ষিণ-পশ্চিম কোণে বলিয়ারপুর ও হেমায়েতপুর।
৯. পশ্চিমে সাভার বাসস্ট্যান্ড, ১২ কিলোমিটার দূরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং জাতীয় স্মৃতিসৌধ
১০. রাজউক ৮টি জোনের মধ্যে আমরা ১ নং জোনে অবস্থান করছি।
১১. আমাদের প্রকল্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক্সটেনশন এর মধ্যে অবস্থিত।
১২. কাউন্দিয়া শিরনীরটেক ব্রিজ যার দৈর্ঘ্য হবে ৪০৭.৫ মিটার এবং প্রস্থ হবে ৬০ ফিট, উত্তর কাউন্দিয়া হলো মিরপুরের সাথে নতুন ৬০ ফিট রাস্তার জন্য নির্ধারিত স্থান। উত্তর কাউন্দিয়ার ব্রীজ টা বৃহত্ত পরিসরে হবে। মিরপুর - বনগাও - সাভার - আমিনবাজার হাইওয়ে - উত্তরা এইসব রুট কানেক্টেড করার জন্য এই ব্রীজ টা। যা আমাদের প্রজেক্ট এর ১নং সেক্টরের পাশ দিয়ে হেমায়েতপুর যাবে এবং রোডটি সাভার ভাতুর্কার ভেতর দিয়ে মাওয়া এক্সপ্রেসের সাথে সংযুক্ত হবে। যেন মিরপুর এবং উত্তরার লোকজন মাওয়া সহজে যেতে পারে। রিকশা, টেম্পু চলাচলের জন্য একটা লোকাল রাস্তা থেকে আরেকটা লোকাল রাস্তার সাথে কানেক্টেড করার জন্য ক্ষুদ্রপরিসরে মরিচার টেক দিয়ে ছোট ব্রীজ হবে। ভবিষ্যতে তামান্না পার্কের সাথে ১টি ব্রীজ হওয়ার সম্ভাবনা আছে।
কর্ণতুলী নদীর শাখা বা খাল থেকে তুরাগ নদীর দূরত্ব ৮৫০ মিটার। খালটি সাধারণত ১১৫ ফিট প্রস্থ। উত্তর কাউন্দিয়ার শিরনীরটেক ব্রীজের সীমানা থেকে পশ্চিমে ৬০ ফিটে ২০০ ফিট পর পর লাল পতাকার নিশানা লাগানো হয়েছে। ব্রীজের জন্য NDE নতুন করে নকশা দিয়েছে এলজিআরডি তে ব্রীজ হবে। LGED এর মাধ্যমে ব্রীজ নির্মাণ হবে ইন-শা-আল্লাহ্।
৯৫০০ বিঘা প্রজেক্ট এর মধ্যে, ৭০০ কাঠা ইসলামিক সিটি কন্ডোমিনিয়াম হবে, ৩০০-৯০০ বিঘা কোরিয়ান সিটি হবে, ৪৫ বিঘা জমির মধ্যে দাদু বাড়ী ইকো রিসোর্ট হবে ইন-শা-আল্লাহ্। এখানে ৪টি পর্চা সাথে লেটেস্ট টাও আছে। ঢাকা আসন-১৪, রাজউক জোন - ১, উত্তরা দিয়াবাড়ি রাজউক জোন-১, যা নতুন মিরপুর এ অবস্থিত।
মৌজা ৪টিঃ
-----------------
বনগ্রাম
কুমারখোদা
চাকুলিয়া
উত্তর কাউন্দিয়া
আশেপাশে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি গুলো রয়েছেঃ
মিরপুরঃ
------------
1. MSTI
2. BUP
3. BUIT
4. BUBT
উওরাঃ
----------
5. Uttara University
6. Shanta Marium University
7. World University
8. BGMEA University
9. IUBAT University
10. Atish Dipankar University
11. European University
বিরুলিয়া আকরান বাজারঃ
----------------------------------------
12. Brac University
13. Manarat University
14. City University
15. Eastern University
16. Daffodil University
আমিন বাজারঃ
-----------------------
17. Asian University
Contact: 01842333043
#DhakaWesternValley #mirpur #pushpodhara #MirpurBaribadh #apartment #land #sale #buy #Investment #PushpodharaProperties #property #home #realestate #savar #road #roadmap #location #LandProject #housing #Installment #Plots #কিস্তি #কিস্তিতেনিস্কন্টকজমি #জমি #Helpingothers #video #viralshorts #uttara #kaundia #kaundiabridge #news #landsaledhaka #landforsale
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: