শিখে নিন গোলাপ গাছের মিক্স খাবার তৈরি, আপনার ছাদ বাগানে ফুটবে প্রচুর গোলাপ/Rose tree mix made food
Автор: Green Friends
Загружено: 2022-02-20
Просмотров: 293873
#rose_plant_mix_fertilize
গোলাপ গাছ নিয়ে কমবেশি চর্চা আমরা করেই থাকি, বাড়িতে গোলাপ থাকবে না এমন কোন বাগান হতেই পারে না। খুব পরিষ্কার করে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়েছে এখানে বিশেষ করে মিক্স খাবার সম্পর্কে, এত সুন্দর ভাবে কোন দিন কোন সময় ইউটিউব চ্যানেলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে কিন্তু বলেনি।
মিলনদা আমাদেরকে সবকিছু খুব সুন্দর ভাবে বলে বুঝিয়ে দিয়েছেন যদি কারো কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় আর কোন কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন।
আমাদের চ্যানেল চাই প্রত্যেকটা মানুষ ছাদে খুব সুন্দর ভাবে বাগান করুক এগিয়ে যাক সবাই সবার ছাদে প্রচুর পরিমাণে গোলাপ ফটো অনেকেরই ইচ্ছা গোলাপ নিয়ে চর্চা করা তাদের পাশে সবসময় চ্যানেলটি আছে।
ভালো গোলাপ চাষ করতে গেলে একটু পরিচর্যা বা রাসায়নিক খাবারের প্রয়োজন হবেই সেগুলো সময় সময় দিতে হবে ও পরিচর্যা ও সঠিকভাবে করতে হবে।
কতটুকু খাবার কিভাবে দেবেন কত দিন ছাড়া দেবেন কি কি মিশিয়ে খাবার তৈরি করবেন সবকিছু খুব পরিষ্কার করে আলোচনা করেছি প্রয়োজনে ভিডিওটি যারা শিখতে চাইছে লিখে রাখুন বা দুইবার তিনবার করে দেখে নিন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: