এক্সেকিউটিভ টু এক্সেকিউটিভ ডিরেক্টর | রোড টু বিকামিং সিইও | ফাওযান আজীম | নজর ই জ্বিলানী | Durbiin
Автор: Durbiin Limited
Загружено: 2025-02-15
Просмотров: 354
১.
বই: এক্সেকিউটিভ টু এক্সেকিউটিভ ডিরেক্টর
চাকরীর বাজার বড়ই চঞ্চল। দেখা দেয় তবে ধরা দেয় না। সার্টিফিকেটের সাথে চাহিদার মিল নেই। চাকরীর দরখাস্ত জমা দেয় তবুও ডাক পায় না। আর ডাক পেলেও আশানুরূপ ফলাফল পায় না।
বয়স বাড়ে - নিজের, ছোট বোনের, মায়ের-বাবার আর গোপন প্রিয়তমার। উপার্জনহীন আবর্জনা হয়ে ভেসে বেড়ানো নিত্য সঙ্গী।
আমাদের শিক্ষিত ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে বইটি লিখা। উন্নতি করতে হলে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, দক্ষতা অর্জন করা দরকার। শুধু প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আর সিজিপিএ দিয়ে আজকের দিনে চাকরী হয় না।
যে সমস্ত গুণাবলী থাকলে একজন মানুষ সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে এক্সেকিউটিভ টু এক্সেকিউটিভ ডিরেক্টর বইতে তার প্রাঞ্জল বর্ণনা করেছি।
.......................................................................................................................
২.
বই: রোড টু বিকামিং সিইও
CEO হওয়া এখন শুধু কল্পনা না, বাস্তবতার দাবী। CEO হওয়ার মধ্যে আছে নিজের যোগ্যতার প্রমাণ, একটা প্রতিষ্ঠান পরিচালনা, পরিজনদের উন্নত জীবন, সামাজিক সন্মান, মানসিক পরিতৃপ্তি ও দেশ এবং প্রজন্মকে সামনে এগিয়ে নেওয়া।
প্রতিবেশী একটা দেশ থেকেই ২৬ লক্ষ মানুষ চাকরী করে আমাদের দেশে এসে যার মধ্যে অনেক CEO আছে, এর মানে CEO হওয়ার অনেক সম্ভাবনা আছে। কেন আমাদের দেশের ছেলে মেয়েরা CEO হতে পারছে না তার নিখুঁত পর্যালোচনা দরকার সবার আগে। এরপর সেই সমস্যার সমাধান অর্থাৎ নিজেদেরকে সেইভাবে তৈরি করা যেভাবে ভিন দেশীরা এসে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে নিয়ে যায়।
আমি এই বইতে একজন CEO হওয়ার জন্য যে যে যোগ্যতা দরকার তা আলোচনা করেছি। বিদেশীরা কোন কারণে চাকরী পায়? তার জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে। ২০০ পৃষ্ঠারও কম একটা বইয়ে একজন CEO হওয়ার বিস্তারিত লিখা সম্ভব না। তবে এই একটা বই'ই ধারণা দিতে পারবে কোন কোন পজিশানে কী কী বিষয় শিখতে হবে।
যেখানে আমাদের দেশের ছেলে মেয়েরা শুধুই স্বপ্ন দেখে CEO হওয়ার কিন্তু কি করলে সেখানে পৌঁছা যাবে তার স্পষ্ট ধারণা তাদের অনেকেরই নাই। এটা নিয়ে কেউই তেমন উচ্চবাচ্য করেন না। আমি চেষ্টা করেছি একটা বইতে সামগ্রিক বিষয়ের ধারণা দেওয়ার।
.............................................................................................................
৩.
বই: ফাওযান আজীম
জ্ঞান বিজ্ঞান ভুমধ্যসাগরের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে যাওয়ার পর ইউরোপ ও আমেরিকা অভূতপূর্ব মনোনিবেশ করে উৎকর্ষ অর্জনে এবং তা করেও ফেলে। প্রিন্ট আর ডিজিটাল মিডিয়ার কল্যাণে তা পৌঁছে যাচ্ছে প্রতিটি ধনী, গরীব, নিঃস্ব, অসহায় মানুষের দ্বারে দ্বারে।
আমরা প্রাচ্যের মানুষেরা পশ্চিমের এই লোভনীয় টোপ গিলছি আর সীমাহীন উপার্জন বাড়ানোর পায়তারায় জীবনকে অসহনীয় করে তুলছি। চাকার আবিস্কার দিয়ে গতি 'দ্রুত' করা শুরু। মনের গতির সাথে ছুটার দুরন্ত বাসনা দুনিয়া পাগল ভোগবাদী মানুষের। এর সাথে যুক্ত হলো শিল্প বিপ্লব। ভোগের উপাচার পেয়ালা উপাচায়ে পড়লেও পরা ণ ভরে না ভোগবাদী মানুষের।
বিজ্ঞানের আবিস্কারের এই অসৎ ব্যবহার এবং আমাদের আধ্যাত্মিকতা থেকে ধীরে ধীরে সরে আসা সফলতার সংজ্ঞা পাল্টে দিয়েছে।
সফলতা বলতে আজ শুধুই ধন সম্পদ আর চকমকে জেল্লা বুঝায়। এ পথ লালসার, লোভের এ পথ গরলের। এ পথ কোনোদিনও শান্তি দিতে পারবে না। যে সাফল্যে শান্তি নাই তা কখনই সফলতা না।
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, পেশাজীবন এবং আধ্যাত্মিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের বীজ বুনতে না পারলে জীবন সফল হবে না। সফলতা অর্থই দুনিয়া ও আখিরাতে সফল হওয়া। বাকি সব মরীচিকা। ফাওযান আজিম একজন মানুষের উভয় জীবনে সফল হওয়ার নানা পরামর্শে সাজানো।
এক্সেকিউটিভ টু এক্সেকিউটিভ ডিরেক্টরl
রোড টু বিকামিং সিইও
ফাওযান আজীম
নজর ই জ্বিলানী
nazar e zilani
nozor a jilani books
nazar e zilani books
durbiin
bookstore
boimela
boimela2025
executive to executive director
road to becoming ceo
fawzan azim
fouzan azim
fawjan ajim
preorder
onlinebookshop
onlinebookstore
#ceo #director #boimela #bookfair2025
______Contact with us______
Website
https://www.durbiin.com
Facebook
/ durbiin.com.bd
YouTube
/ durbiinofficial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: