"এই শোনো একদম বউয়ের মতো আচরণ করবে না।" বউ তো বউয়ের মতোই আচরণ করবে তাই না। আপনার কী মনে হয় এই রাতের
Автор: BE Motivation Story
Загружено: 2025-12-20
Просмотров: 411
"এই শোনো একদম বউয়ের মতো আচরণ করবে না।"
"বউ তো বউয়ের মতোই আচরণ করবে তাই না। আপনার কী মনে হয় এই রাতের বেলা আপনার সাথে ইয়ার্কি মারছি! আপনি দেরি করেই দেখুন তারপরে বুঝবেন আসলেই সত্যি বলছি কি-না।"
"আমি যাব না দেখি কী করতে পারো।"
"ওকে আসতে হবে না যাদের সাথে আছেন। তাদের সাথে থাকুন এই বাড়িতে আর আপনাকে ফিরতে হবে না।"
"আপনার বাড়ি আমার ঘর আমাকেই ফিরতে নিষেধ করছ কতবড়ো দুঃসাহস!"
"আপনার বাড়ি আপনার ঘরে অন্যের বাড়ির মেয়েকে বউ করে ঘরে তোলার সময় মনে ছিল না যে আমার সবকিছুর ওপর আরেকজনের অধিকার নিজ হাতে লিখে দিচ্ছি। এই রাখুন তো ফালতু ক্যাচাল করার মুড নেই।"
রুশিতা ঠাস করে অরুণের মুখের ওপর কল কেটে দিল। অরুণ হতভম্ব হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। তার বন্ধুরা সবাই অরুণের দিকে তাকিয়ে হাসছে। অরুণ রাগান্বিত হয়ে আকাশের দিকে ফোন ছুঁড়ে মারল। আকাশ অরুণের ফোনটা ক্যাচ ধরে অরুণকে সবাই মিলে পঁচাতে লাগল।
রুশিতার ফোন ব্যস্ত পাওয়ায় মাহিম ছাঁদে এসে দাঁড়াল। মাহিম আকাশ পানে তাকাল উল্টো পিঠ দিয়ে দু' চোখের পানি মুছে ভেঙে আসা কণ্ঠে গেয়ে উঠল,
وو এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই। রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়, তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই।"
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: