মানিকগঞ্জ শহর | Manikganj City Tour | Manikganj Town
Автор: Mahalder360
Загружено: 2023-03-18
Просмотров: 6457
মানিকগঞ্জ শহর এত সুন্দর? | Manikganj City Bangladesh | Manikganj Town
লোক সংগীত ও হাজারি গুড়ের দেশ এবং খাদ্যে উদৃত্ত মানিকগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগে অবস্থিত। ১৮৪৫ সালের মে মাসে এটি মানিকগঞ্জ মহকুমা নামে প্রতিষ্ঠিত হয় এবং এই মহকুমা প্রথম ফরিদপুর জেলার অধীন ছিল। পরবর্তীতে ১৮৫৬ সালে মানিকগঞ্জ মহকুমাকে ঢাকা জেলার অন্তর্ভূক্ত করা হয় এবং ১৯৮৪ সালের ১ লা মার্চ মানিকগঞ্জ কে জেলায় উন্নীত করা হয়।
মূলতঃ সংস্কৃত ‘মানিক্য’ শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মানিক হচ্ছে চুনি পদ্মরাগ। গঞ্জ শব্দটি ফরাসি। মানিকগঞ্জ নামের উৎপত্তি সর্ম্পকীয় ইতিহাস আজও রহস্যাবৃত । মানিকগঞ্জ নামে কোন গ্রাম বা মৌজার অস্তিত্ব নেই। ১৮৪৫ সাল মহুকুমা সৃষ্টির আগে কোন ঐতিহাসিক বিবরণে বা সরকারি নথিপত্রে মানিকগঞ্জ এর নাম পাওয়া যায়নি। জনশ্রুতি রয়েছে যে অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিক শাহ নামক এক সুফি দরবেশ সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে আগমন করেন এবং খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার করেন । পরবর্তীকালে তিনি এ খানকা ছেড়ে হরিরামপুর উপজেলায় দরবেশ হায়দার সেখের মাজারে গমন করেন এবং ইছামতি তীরবর্তী জনশূন্য চরাভূমি বর্তমান মানিকনগরে এসে খানকা প্রতিষ্ঠা করেন । এ খানকাকে কেন্দ্র করে এখানে জনবসতি গড়ে উঠে। উক্ত জনবসতি মানিক শাহ’র পূণ্য স্মৃতি ধারন করে হয়েছে মানিকনগর। মানিক শাহ শেষ জীবনে ধামরাইতে অবস্থিত আধ্যাত্নিক গুরুর দরবার শরীফে ফিরে যাবার মানসে পূনরায় দ্বিতীয় খানকা ছেড়ে ধলেশ্বরীর তীরে পৌঁছেন। এখানে খানকা স্থাপন করেন। প্রথম ও দ্বিতীয় খানকার ভক্তবৃন্দও এখানে এসে দীক্ষা নিতো । মানিকশাহর অলৌকিক গুনাবলীর জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তাঁকে শ্রদ্ধা করতেন। ভক্তবৃন্দ ছাড়া বণিকগণও এখানে বিশ্রাম নিতো এবং রাত্রি যাপন করত । এভাবেই ধলেশ্বরীর তীরে মানিক শাহ’র খানকাকে কেন্দ্র করে জনবসতি ও মোকাম প্রতিষ্ঠিত হয় । কেউ বলেন দুর্ধর্ষ পাঠান সরদার মানিক ঢালীর নামানুসারে মানিকগঞ্জ নামের উৎপত্তি হয়। আবার কেউ কেউ বলেন নবাব সিরাজ উদ-দৌলার বিশ্বাস ঘাতক মানিক চাঁদের প্রতি ইংরেজদের কৃতজ্ঞতা স্বরূপ তার নামানুসারে ১৮৪৫ সালে মে মাসে মানিকগঞ্জ মহকুমা নামকরন হয়। মানিকগঞ্জ মহকুমার নামকরণ সম্পর্কীয় উল্লেখকৃত তিনটি পৃথক পটভূমি স্থানীয় জনশ্রুতি এবং অনুমান ভিত্তিক । এ ব্যাপারে সরাসরি কোন দলিল দস্তাবেজ অথবা ঐতিহাসিক প্রতিবেদন এপর্যন্ত পাওয়া যায়নি, তবে মানিক শাহের নামানুসারে মানিকগঞ্জ মহকুমার নামরকণ সম্পর্কীয় জনশ্রুতি এবং ঘটনা প্রবাহের যে চিত্র ও ধারনা পাওয়া যায় তাই যুক্তিযুক্ত বলে মনে হয় ।
জেলাটি ২৩০ ৫১’0’’ উত্তর অক্ষাংশ এবং ৯০০ ০’৩৬’’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। আয়তন-১৩৭৮.৯৯ বর্গ কি.মি।সীমানা ওসীমান্তবর্তী জেলাসমূহঃ উত্তরে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা। দক্ষিণে ফরিদপুর, রাজবাড়ি ও ঢাকা জেলা। পশ্চিমে পাবনা ও রাজবাড়ী জেলা। পূর্বে রাজধানী ঢাকা জেলা।প্রধান নদ-নদীঃ পদ্মা, যমুনা, ধলেস্বরী, কালীগঙ্গা, ইছামতি।
manikganj,manikganj town,manikganj news,manikganj district,dhaka to manikganj,manikganj city,manikganj vlog,manikganj bike tour,manikganj tourist place,dhaka to manikganj by bike,manikganj paturia ghat,nahar garden manikganj,manikgonj,manikganj city drone view,manikganj travel,news manikganj,top news manikganj,manikganj mela,manikganj tourist spot,manikganj tourist spots,manikganj tourists spot,manikganj news today,manikganj highway
manikganj,manikganj city,manikganj city drone view,manikganj news,monno city manikganj,green city manikganj,bangladesh manikganj city,manikganj town,manikganj vlog,manikganj district,manikganj city map,manikganj drone view,manikganj city tour,manikganj new city,manikganj paturia ghat,modern manikganj city,manikganj city road view,manikganj city in birds eye,news manikganj,manikganj mela,beautiful city manikganj,manikganj ac bus
মানিকগঞ্জ শহর,মানিকগঞ্জ,মানিকগঞ্জ জেলা,মানিকগঞ্জ জেলার মেইন শহর,মানিকগঞ্জ পাটুরিয়া,মানিকগঞ্জ শহর কেমন,মানিকগঞ্জ শহর রাস্তা,অন্য রকম মানিকগঞ্জ শহর,আকাশ হতে মানিকগঞ্জ শহর,মানিকগঞ্জ শহর ঘুরে দেখা,৩ মিনিটে পুরা মানিকগঞ্জ শহর,মানিকগঞ্জ জেলার,মানিকগঞ্জ সদর হাসপাতাল,বেস্তো শহর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড,মানিকগঞ্জের ইতিহাস,মানিকগঞ্জ খবর,মানিকগঞ্জ হাট,মানিকগঞ্জ রোড,মানিকগঞ্জ নিউজ,মানিকগঞ্জ থানা,মানিকগঞ্জ ভ্রমণ,মানিকগঞ্জ ঝিটকা,মানিকগঞ্জ বিএনপি
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: