টমেটো চাষ করে সফল দুপচাঁচিয়ার কৃষকরা।১৭ শতাংশে ১ লাখ টাকা লাভ।টমেটো চাষ পদ্ধতি
Автор: খামার আমার // khamar amar
Загружено: 2024-12-18
Просмотров: 8546
টমেটো চাষি- আনিছুর রহমান মন্ডল 017 74 70 45 12
দুপচাঁচিয়ার কৃষকরা টমেটো চাষ করে সফলতা অর্জন করেছেন এবং ১৭ শতাংশ জমিতে প্রায় ১ লাখ টাকা লাভ অর্জন করেছেন। এই চাষ পদ্ধতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে ভিডিও দেখলে বুজতে পাবেন।
টমেটো চাষের জন্য ভাল রোদ পায় এমন উঁচু জমি নির্বাচন করুন।
জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে প্রস্তুত করুন
টমেটো চাষের জন্য উন্নত মানের চারা বা বিজ নির্বাচন করুন।
যখন চারাগুলি ৬-৮ ইঞ্চি লম্বা হবে, তখন সেগুলো সরাসরি জমিতে রোপণ করুন
চারা রোপণের সময় ২/১,৫পর চারা রোপণ করুন এবং সারি থেকে সারি ৩ ফুট ব্যবধানে রাখুন।
শুরুতে জমি তৈরির সময় পটাশ ফসফরাস এবং নাইট্রোজেন সার দিতে হবে।
এরপর রোপণের পর নিয়মিত পুষ্টির জন্য ডিজেল ও ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।
টমেটো গাছকে নিয়মিত সেচ দিতে হবে তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না কারণ অতিরিক্ত পানি রুট পচে যাওয়ার কারণ হতে পারে।
টমেটো গাছে বেশ কিছু পোকামাকড় ও রোগের আক্রমণ হতে পারে। তাই নিয়মিত গাছের স্বাস্থ্য পরীক্ষা করুন।
জৈব পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা কীটনাশক স্প্রে করতে পারেন।টমেটো গাছ প্রায় ৭০-৯০ দিনের মধ্যে ফল দিতে শুরু করে।ফল গুলো তখন তোলার সময় আসেযখন সেগুলো সঠিকভাবে পাকা হয়ে যায়।
টমেটো চাষের জন্য ১৭ শতাংশ জমি যদি সঠিকভাবে চাষ করা হয় তাহলে প্রায় ১ লাখ টাকা লাভ পাওয়া সম্ভব।
টমেটোর বাজার মূল্য ও উৎপাদনের পরিমাণের ওপর লাভ নির্ভর করে।
এভাবে সঠিকভাবে টমেটো চাষ করলে কৃষকরা একটি লাভজনক ফসল পেতে পারেন এবং সফল হতে পারেন যেমনটি দুপচাঁচিয়ার কৃষকরা অর্জন করেছেন।
---------------------------------------------------------------------------------------------------------------------------
“খামার আমার” চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন আমাদের খামার আমার কাজ হচ্ছে গ্রামের প্রান্তিক খামারির খুঁটি নাটি সহ সকল কৃষক কৃষাণীর কৃষি কাজের কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন করা“খামার আমার” চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন , আমাদের চ্যানেল থাকছে - গরুর জরায়ু বের হয়ে গেলে করণীয়।ভেড়ার খামার।গরুর খামার।ঘাস ছাড়া গরু পালন পদ্ধতি।হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ।কৃষি বিষয়ক তথ্য। ব্যবসার ধারনা।ব্যবসার সফলতা।ব্যবসার প্রতিষ্ঠানের প্রচার, কৃষি ও খামার নিয়ে তথ্য ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান।গরু পালন, গরুপালন পদ্ধতি, গরুর খামার তৈরি , গরুর খামার ঘর তৈরি , খামার ব্যবসা কৃষি ব্যবস্যা , গরু মোটাতাজাকরণ খাদ্য তালিকা , ষাঁড় গরু পালন , গাভি পালন পদ্ধতি , গরু পালনে আয় ব্যয় , গরুর জাত পরিচিতি, ছাগল পালন,ভেরা পালন, ছাগল পালনে লাভ লস, আধুনিক কৃষি খামার , পাখি পালন , সবজি চাষ , বিভিন্ন ফল চাষ, লাভজনক ব্যবসা , নতুন ব্যবসার আইডিয়া , #dairy farm# #farming# # popular# #agriculture# #business ideas# #agriculture tools# Fol chas,agriculture farming #Fod #vegetable farmingagribusiness #News#tips# #diy# #agro# আমাদের সাথে থাকুন ,সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব, লাইক,কমেন্ট, শেয়ার করবেন। আপনার কোন তথ্য ও মতামত থাকলে আমাকে জানান।-মোবাইল-
০১৭৭৬৯০৪৫৪৫(imo,whatsapp)।
search enquiry
টমেটো চাষ পদ্ধতি
সতর্কতাঃ
কৃষকের স্বপ্নে গড়া খামারকে মাত্র কয়েক মিনিটে পুরোপুরি বিস্তারিত তুলে ধরা সম্ভব নয়।
তাই বিস্তারিত জানতে সরাসরি খামার পরিদর্শন করুন।
ব্যবসা এবং কেনাকাটা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন । ক্রেতা এবং বিক্রেতার মাঝে কোন প্রকার সমস্যা হলে আমাদের খামার আমার বা চ্যানেল এর কর্তৃপক্ষ পক্ষ দায়ী নয়।
আমাদের কাজ হল উদ্যোক্তাকে আপনাদের মাঝে তুলে ধরা।
.................................................................................................................
আরো ভালো ভালো ভিডিও দেখতে ও নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি Subscribe করতে ভুলবেন না।
....................................................................................................................
Connect with khamar amar: YouTube: https:// www.youtube.com/@Village-cows/UCsJNen... /খামার আমার/khamar amar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: