ভোরের অপূর্ব প্রভাতী কীর্তন কৈবল্যধাম যাদবপুর রামঠাকুর মন্দির । Morning Kirtan Kaibalyadham Jadavpur
Автор: Sri Sri Ramthakur | শ্রীশ্রী রামঠাকুর
Загружено: 2022-12-24
Просмотров: 39933
Kaibalya Dham, Ram Thakur, Prabhati Kirtan
কৈবল্যধাম যাদবপুর রামঠাকুর মন্দিরের প্রভাতী কীর্তন - Morning Kirtan at Kaibalyadham Jadavpur (Part 03)
-------
শ্রীধাম শ্রীশ্রী কৈবল্যধাম, যাদবপুর–এর পবিত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিদিনের প্রভাতী কীর্তন, ঠাকুরসেবা ও বাল্যভোগ–এর এক অপূর্ব ও হৃদয়স্পর্শী দৃশ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে।
⏰ ভোর ঠিক সাড়ে ৪টা নাগাদ শুরু হয় ঠাকুরসেবা ও বাল্যভোগ।
⏰ সকাল সাড়ে ৫টায় ভোগ নিবেদন করা হয়।
এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়—
প্রভাতী কীর্তন
বেদবাণী পাঠ
রামস্তোত্রম পাঠ
গুরুবন্দনা
শান্তির জল বিতরণ
সবশেষে ভক্তদের মধ্যে বাল্যভোগ বিতরণের মাধ্যমে সকালের পূজা সমাপ্ত হয়।
এই ভিডিওটি রামঠাকুর ভক্তদের জন্য এক অমূল্য আধ্যাত্মিক অনুভূতি ও শান্তির উপলক্ষ।
ভোরের এই পবিত্র কীর্তনে অংশগ্রহণ করে মন ও আত্মাকে নির্মল করুন।
🙏 ভিডিওটি ভালো লাগলে Like, Share ও Subscribe করতে ভুলবেন না।
🕉️ জয় জয় রামঠাকুর।
#KaibalyaDham #RamThakur #PrabhatiKirtan #MorningKirtan #Jadavpur #RamThakurMandir #BengaliKirtan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: