Valley of Flowers । ভ্যালি অফ ফ্লাওয়ারস্। এক টুকরো স্বর্গ এই পৃথিবীতে। Uttarakhand । উত্তরাখণ্ড।
Автор: BHON KATTA ।। ভোঁ কাট্টা
Загружено: 2025-08-08
Просмотров: 554
@bhonkatta03
#valleyofflowers
#uttarakhand
#hemkundsahib
#valleyofflowerstrek
এবারের ভিডিওটা একটু অন্যরকম; এই ভিডিওটির মধ্যে নেই কোন খরচের হিসাব, নেই কোন হোটেলের জীবনযাপন, নেই কোন হোটেলের খাওয়া দাওয়া; কেবলমাত্র রয়েছে এক টুকরো স্বর্গকে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপনা করা। আমার যে সমস্ত দর্শক বন্ধু একটু প্রকৃতিপ্রেমিক এই ভিডিওটি তাদের জন্য নিবেদন করলাম।
ভ্যালি অফ ফ্লাওয়ার্স - এর ট্রেক সাধারণত ট্রাভেল এজেন্ট বা কোন প্রাইভেট কোম্পানির অধীনেই হয়; যদি কেউ নিজ ব্যবস্থাপনায় যেতে চায় সেক্ষেত্রেও এই ট্রেকটি করা যাবে।
আমরা গিয়েছিলাম ট্রাভেল এজেন্টের মারফত, সে সমস্ত তথ্য শেষে দিচ্ছি।
এবারের গন্তব্য হরিদ্বার থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স :
দেবভূমি উত্তরাখণ্ডের চামোলী জেলায় হিমালয় পর্বতমালার গাড়োয়াল অংশের মধ্যভাগে টিপরা গ্লেসিয়ার থেকে উৎপত্তি পুষ্পাবতী নদীর উপত্যকায় ৮৭.৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৬০০ প্রজাতির নাম জানা-অজানা সুসজ্জিত ফুলের বাগান এই "ভ্যালি অফ ফ্লাওয়ার্স"।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১.৫ থেকে ১২ হাজার ফুট উঁচুতে ঘাঙ্গরিয়া থেকে ৮ কিলোমিটার দূরে পায়ে হেঁটে যেতে হয় এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স।
পাহাড়ি রাস্তার সৌন্দর্য্য বর্ণনা করার অবকাশ রাখেনা, সেই সাথে পাহাড়ি ছোট ছোট ফুলের দোলা আপনাকে অভ্যর্থনা জানাবে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স -এ।
খরস্রোতা পুষ্পাবতী নদীর পাশ দিয়ে প্রায় ৮ কিলোমিটার যাবার পর আমাদের গন্তব্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। রাস্তা সংকীর্ণ হলেও রাস্তার সৌন্দর্যে মোহিত হয়ে, ভয় কে কাটিয়ে এমনিই পৌঁছে যাবেন গন্তব্যে।
"ভ্যালি অফ ফ্লাওয়ার্স-এর আবিষ্কার ও ইতিহাস"
১৮৬২ সালে এডমন্ড স্মিথ প্রথম পুষ্পাবতী ভ্যালি আবিষ্কার করেন।
এরপর ১৯৩১ সালে ব্রিটিশ পর্বতারোহী ফ্রাঙ্ক স্মিথ, এরিক শিপ্টন, আর. এল. হোল্ডসওয়ার্থ, হিমালয়ের কামেট পর্বতমালার সফল অভিযানের পর ফেরার সময় দিক ভুল করে এই স্থানে এসে উপস্থিত হন। তখন এই স্থানের রূপ দেখে তারা মোহিত হয়ে যান। এরপর ১৯৩৩ সালে ফ্র্যাঙ্ক স্মিথ পুনরায় এই স্থানে আসেন এবং ১৯৩৪ সালে তিনি ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে একটি বই রচনা করেন।
পরবর্তীকালে ১৯৩৯ সালে উদ্ভিদ বিজ্ঞানী লেডি মার্গারেট লেগে নাম না জানা উদ্ভিদ প্রজাতির গবেষণা কাজে এলে তিনি পাহাড় থেকে পা পিছলে পড়ে যান এবং তার মৃত্যু হয়। এরপর ১৯৪১ সালে তাঁর বোন এই স্থানে এসে তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ তৈরি করেন।
এরপর ১৯৮০ সালে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়।
১৯৮২ সালে ন্যাশনাল পার্ক থেকে নন্দা দেবী ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়।
এরপর ১৯৮৮ সালে যখন নন্দা দেবী ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করা হয় তখন এই বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে দুটি পার্ক কে নিয়ে আসা হয় একটি হলেও নন্দা দেবী পার্ক অপরটি হল ভ্যালি অফ ফ্লাওয়ার্স।
এরপর ২০০৫ সালে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়।
"ভ্যালি অফ ফ্লাওয়ারসের প্রজাতি"
এখানে জানা-অজানা প্রায় ৬০০ প্রজাতির ফুলের সম্ভার। তবে সব ফুল একসাথে হয় না। সারা বছর ধরে পর্যায়ক্রমিকভাবে ফুল ফুটতে থাকে। একসাথে একটা সিজিনে কমবেশি ১২ থেকে ১৫ রকমের ফুল ফোটে।
এছাড়া এখানে স্নো লেপার্ড, পাহাড়ি ভল্লুক, বিভিন্ন রকম হিমালয়ান পাখি এখানে পাওয়া যায়।
"প্রবেশ মূল্য ও আনুষাঙ্গিক খরচা"
ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য ২০০ টাকা এবং বিদেশীদের জন্য ৮০০ টাকা। এই খরচাটা তিন দিনের জন্য। চাইলে আপনারা তিন দিন এই খরচায় ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরতে পারবেন।
ভ্যালি অফ ফ্লাওয়ার্স আসার জন্য ভারতবর্ষের চারধাম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে বদ্রিনাথ যাবার জন্য অনলাইনে পারমিশন করিয়ে নেবেন (সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে)।
এখানে ক্যামেরার চার্জ আছে যদি আপনি কোন ডকুমেন্টারি বা কোন ফিল্ম করতে চান। সেক্ষেত্রে চার্জ ১০,০০০/- থেকে ১,০০,০০০/-
নন প্রফেশনাল কোন ব্যক্তির জন্য ক্যামেরার চার্জ নেই।
প্রফেশনাল কোন ব্যক্তি যদি ভিডিও করতে চান সে ক্ষেত্রে ক্যামেরার চার্জ ৭৫০/-(ভারতীয়দের জন্য), ২০০০/-(বিদেশীদের জন্য)
এখানে ড্রোন ফ্লাই আইনত অপরাধ, যদি ড্রোন ফ্লাই করতেই হয় তাহলে আগে থেকে বনদপ্তরের অফিসে যোগাযোগ করে নেবেন।
ভ্যালি অফ ফ্লাওয়ারসের সাথেই আমরা দর্শন করেছিলাম দেবভূমি উত্তরাখণ্ডের চামোলি জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫ হাজার ফুট উঁচুতে হিমালয় পর্বতমালার গাড়োয়াল অংশে সাতটি পর্বত শৃঙ্গ দ্বারা বেষ্টিত গুরুদোয়ারা হেমকুণ্ড সাহিব।
শিখ ধর্মের দশম গ্রন্থ থেকে জানা যায় এই গুরুদোয়ারা শিখ ধর্মগুরু গুরু গোবিন্দ সিং কে উৎসর্গ করা হয়।
ঘাঙ্গারিয়া থেকে ৬ থেকে ৭ কিলোমিটার দূরে কঠিন চড়াই করে পৌঁছাতে হয় এই গুরুদোয়ারা।
প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই কঠিন চড়াই এক নিমিত্ত মাত্র।
Trek go India Tour Operator
Vrijmohan Bhai : +91 94107 05050
Pramod Bhai : +91 75052 77370
Rakesh Rana : +91 78189 07127
গোবিন্দঘাট এর কিছু হোটেল:
Shiva Home Stay
Mob.: 7668749611 / 9412966208
Maheen Residency Hotel and Restaurant
Mob.: 7251090686 / 6396479814
Hotel Maheshwari
Mob.: 7668757629
হরিদ্বার থেকে কোথাও যাবার জন্য গাড়ি বুকিং :
Sangam Travels: 7838146928
B Tour & Travels: 8650191999 / 9639012123
Shri Rudra Tour & Travels:
9045278000 / 8439997977 / 9720006292
Guru Kripa Tour & Travels:
9997331129 / 7895321560
হরিদ্বারে থাকার জন্য হোটেল নম্বর
Hotel Vasu Guest House:
9990624631 / 9818351509
ঘাঙ্গরিয়ার কিছু হোটেলের ফোন নাম্বার
Hotel Kuber : 9627006010 / 9917979792
Mukunda Guest House: 9410116383
Hotel Shri Narayan: 9456711690/9456110257/7579001632
Hotel Deepak: 9411311886
Ghangaria Inn: 7818044648
Kuber Annex: 9412407006/7579000833
Hotel Priya: 8006551137/7409335016
Hotel Nanda Parwati: 9528377096
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: