শয়তানের বড় পরিকল্পনা কি ? ডক্টর নাবিল ।। বীর মুসলিম ২০২৫ ।।
Автор: Bir Muslim
Загружено: 2025-11-01
Просмотров: 253
শয়তানের বড় পরিকল্পনা কি ? ডক্টর নাবিল ।। বীর মুসলিম ২০২৫ ।।
শয়তানের প্রধান কাজ
শয়তানের প্রধান কাজ মানুষকে ধোঁকা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, খারাপ ও হারাম কাজকে সুন্দরভাবে উপস্থাপন করা, প্রবৃত্তির অনুসরণ শিক্ষা দেওয়া—এগুলোই তার প্রধান কাজ। মানুষ এসব কাজ করলে আল্লাহ তাআলা মানুষের ওপর ক্রোধান্বিত হবেন, মানুষ আল্লাহর নাফরমানির ক্ষেত্রে শয়তানের সমান হয়ে যাবে, এ জন্য শয়তান প্রতিনিয়ত এসব করে প্রতিশোধ নেওয়ার জন্য, মানুষকে এভাবেই বিভ্রান্ত করে চলে। এটাই তার প্রধান কাজ ও মিশন।
আল্লাহ তাআলা শয়তানকে কেন সৃষ্টি করেছেন
শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাতে পৃথিবীতে সে একটা নিদর্শন হিসেবে থাকে।
অন্যরা তার থেকে শিক্ষা নেবে। বিশেষভাবে মানুষ যেন তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যারা আল্লাহর অনুসরণ করে না, আল্লাহর আদেশ অনুযায়ী চলে না, ভেতরে অহংকার লালন করে, তাদের পরিণতি কী হয়, এটার অন্যতম দলিল, শয়তান। যদি মানুষ শয়তানের অনুসরণ করে, তার মতো হয়, তাহলে তার পরিণতিও শয়তানের মতো হবে।
#বীর #মুসলীম #2025
বীর মুসলিম ইউটুব চ্যানেল
Bir Muslim
dr. Nabil
#বীর #মুসলীম #2025
বীর মুসলিম ইউটুব চ্যানেল
Bir Muslim
dr. Nabil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: