আর্মি ৯৭ বিএমএ সার্কুলার LIVE NOW ! ARMY 97 BMA LONG COURSE CIRCULAR AND EXAM BY DEFENCE ACADEMY
Автор: Defence Academy Official
Загружено: 2026-01-08
Просмотров: 4143
Army BMA Long Course Exam
#issb #DefenceAcademy #fighters
আর্মি ৯৭ বিএমএ লং কোর্স সার্কুলার
95th BMA Long Course
Starts: 05 January 2026
Ends: 14 March 2026
০১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৮-২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উভয় পরিক্ষায় ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১ টিতে "সি" এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২৬ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৫ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৪.৫০/ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১ টিতে "সি"/সমমান ফলাফল থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন* ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) ৪৬ কিলোগ্রাম (১০০ পাউন্ড)
বুক স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
জাতীয় পরিচয়পত্র: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ'তে যোগদানের পূর্বে
জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেয়া হলো।
নির্বাচন পদ্ধতি:
১। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ১২ এপ্রিল হতে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
২। লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজী, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ০৮ মে ২০২৫ (শুক্রবার) তারিখ ০৯০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল মে ২০২৬ মাসের ৩য় সপ্তাহে প্রকাশ করা হবে।
৩। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা: লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে।
৪। চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:
🔴বাংলাদেশ সেনাবাহিনী বিএমএ লং কোর্সের নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে।
➡১. প্রথমে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরিক্ষা। প্রিলিমিনারি পরিক্ষা দুটি ভাগে বিভক্ত।
▶ক. প্রাথমিক মেডিকেল টেষ্ট।
▶খ. মৌখিক পরিক্ষা।
প্রিলিমিনারি পরিক্ষায় প্রথমে হয় মেডিকেল টেষ্ট। যে সকল প্রার্থী মেডিকেল টেষ্ট এ উত্তীর্ণ হয়, তারা পরবর্তীতে অংশ নেয় ভাইভা পরিক্ষায়।
➡ভাইভা পরিক্ষায় যারা উত্তীর্ণ হয়, সেসকল পরিক্ষার্থীরা পরবর্তীতে অংশ নেয় লিখিত পরিক্ষায়।
➡রিটেন পরিক্ষায় যারা পাশ করে তারাই অংশ নেয় ISSB পরিক্ষায়।
🅾 আর্মি নেভি এয়ারফোর্সে যে সকল ক্যান্ডিডেট পরিক্ষা দিতে ইচ্ছুক তারা প্রথমেই যে ভুলটি করে থাকে তা হল Wrong Way তে প্রস্তুতি নেয়া।
অনেকেই আবার দ্বিধা-দ্বন্দ্বে থাকে কিভাবে নিজেকে প্রস্তূত করবে তা নিয়ে।
⛔সঠিক পরিকল্পনা নিতে আগাতে হবে , তবেই কেবল স্বপ্ন ধরা দিবে । অন্যের কথায় নয় সিধান্ত নিতে হবে নিজের বিচার বুদ্ধি দিয়ে ।
🔯 আর্মি , নেভী , এয়ারফোর্স কমিশন্ড অফিসার / সৈনিক হওয়া যদি তোমার সপ্ন হয়ে থাকে আমাদের কাছে সেটা হয়ে যায় দায়িত্ব । ২০০৭ সাল থেকে সেই দায়িত্বটাই আমরা সফলতার সাথে পালন করে আসছি । আমরাই হতে পারি তোমার Defence Officer/Soldier হওয়ার পেছনের কারিগর ...........
🛤-যোগাযোগ :
ডিফেন্স একাডেমী
জিলা স্কুল মোড় সংলগ্ন, ময়মনসিংহ
Contact : #KaziObin
CEO, #DefenceAcademy🏨 #Army_Written
📲01716442443, 📲01616442443
#defenceacademy
#kaziobin
#issb
#kazi
#obin
#fighters
#issb_interview
#army_written
#army_97_bma
#army_officer
#army_job_circular
#army_officer_exam
#defence_academy_official
🔴 কাজী অভিন স্যারের ফেইসবুক আইডি ও পেইজ
💥 / kazi-mahbubzaman-obin-1364980333618360
🔴ডিফেন্স একাডেমী ফেইসবুক পেইজ
💥 / defenceacademy.mym
🔴ডিফেন্স একাডেমীর অফিসিয়াল ফেসবুক গ্রূপ
💥 / 2209564419341781
🔴BD Army Navy Airforce Viva Written ISSB Guideline
💥 / 248502633000675
🔴বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বিজিবি তথ্য
💥 / 1154588568221341
🔴Bangladesh Army BMA Long Course Preparation Guideline & Information
💥 / 209058269788738
🔴ফাইটার্স ডিফেন্স সার্ভিসেস গাইড
💥www.facebook.com/ফাইটার্স-ডিফেন্স-সার্ভিসেস-গাইড-305135686616971
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: