আমাকে একটা এতিমখানা থেকে তুলে আনা হয়েছিল, আমার বিলাসবহুল বাড়ি-গাড়ী আর কোটি কোটি টাকার বিজনেস
Автор: Rimi Diary
Загружено: 2025-12-08
Просмотров: 9661
আমাকে একটা এতিমখানা থেকে তুলে আনা হয়েছিল, আমার বিলাসবহুল বাড়ি-গাড়ী আর কোটি কোটি টাকার বিজনেস সম্পর্কে জানার আগে এটা জানেন তো আপনারা? পাত্রের মুখে এমন কথা শুনে পাত্রীপক্ষ হতভম্ব হয়ে গেলো। এই ছেলেকে নিয়ে এতক্ষণ সবার ভেতরের কৌতূহল নিমেষেই শূন্য মাত্রায় চলে গেলো। শহরের একজন সফল শীর্ষ ধনীদের একজন সে, আর এমন কোটিপতি টগবগে তরুণের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে পাগল কতো কতো উচ্চবিত্ত পরিবার, শিকদার পরিবারও তার ব্যতিক্রম ছিলো না। কিন্তু এই মূহুর্তে তাদের সব চিন্তাভাবনা উল্টো মোড় নেওয়ার উপক্রম। এদিকে সবার চোখের দিকে তাকিয়ে ছেলেটা মুচকি হেসে দাঁড়িয়ে গেলো,আর নিজের দিকে দেখিয়ে বললো,
___এই যে আমি আজকের সরফরাজ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: