মাত্র ১ মিনিটে WhatsApp Group Create করুন | সম্পূর্ণ বাংলা Tutorial
Автор: Realtek Bangla
Загружено: 2025-12-10
Просмотров: 28
মাত্র ১ মিনিটে WhatsApp Group Create করুন | সম্পূর্ণ বাংলা Tutorial
WhatsApp গ্রুপ বানানো খুবই সহজ — একদম নবীনদের জন্যও সম্পূর্ণ স্টেপ-বাই-স্টেপ গাইড!
এই ভিডিওটি দেখলেই আপনি ১ মিনিটের ভিতরে নিজের প্রাইভেট বা পাবলিক গ্রুপ বানাতে পারবেন, গ্রুপ সেটিং কেমন হবে বুঝে নিতে পারবেন আর কি-কি সাবধানতা নেওয়া দরকার — সবগুলোই বিস্তারিতভাবে দেখানো হয়েছে। 😊
1. WhatsApp খুলুন — আপনার ফোনে WhatsApp অ্যাপ ওপেন করুন।
2. নতুন চ্যাট আইকন ট্যাপ করুন — মূল চ্যাট স্ক্রিনে নিচে ডান থেকে (বা উপরে) নতুন চ্যাট আইকন → “New group” সিলেক্ট করুন।
3. মেম্বার অ্যাড করুন — কনটাক্ট লিস্ট থেকে যাদের যোগ করতে চান তাদের নাম ট্যাপ করে সিলেক্ট করুন (কমপক্ষে ১ জন যোগ করতে হবে)।
4. Next/পরবর্তী চাপুন — মেম্বার সিলেক্ট করার পরে Next চাপুন।
5. গ্রুপ নাম দিন — Group subject/নাম লিখুন (১৫০ ক্যারেক্টারের মধ্যে)। চাইলে এখানে গ্রুপ আইকন (পোস্ট) ক্লিক করে ছবি যোগ করতে পারেন।
6. Create/তৈরি করুন — তৈরি হয়ে গেলে আপনার গ্রুপ তৈরি হয়ে যাবে — এখন থেকে মেম্বাররা মেসেজ পাঠাতে পারবে (নেভিগেট করে কন্ট্রোল করতে পারবেন)।
7. গ্রুপ লিংক শেয়ার (ইচ্ছা হলে) — Group info → Invite via link → Copy/Share করে লিংক দিয়ে অন্যদের আমন্ত্রণ করুন।
অচেনা লিঙ্ক/ব্যক্তিকে যোগ করবেন না — পাবলিক লিংক দিলে অচেনা লোকও ঢুকতে পারে; স্প্যাম বা স্ক্যাম হতে পারে।
প্রাইভেসি রিস্ক — গ্রুপে ফোন নম্বর শেয়ার হয় — গোপন নম্বর লুকাতে পারবেন না।
অ্যাডমিন রোল সাবধানে দিন — কেউকে অ্যাডমিন দিলে তিনি অন্যদের যোগ/নির্দেশ করতে পারবেন।
গ্রুপ লিংক অপসারণ করতে ভুলবেন না — যদি সমস্যা হয়, Invite via link → Revoke link করে পুরনো লিংক নিষ্ক্রিয় করে দিন।
ডিসঅ্যাবল মেসেজিং (Admin only) ব্যবহারে খেয়াল রাখুন — শুধুমাত্র অ্যাডমিন মেসেজ পাঠাতে পারলে গ্রুপ ইনটারঅ্যাকটিভ লাগতে পারে।
Group info: গ্রুপ নাম, আইকন, ডেসক্রিপশন, মেম্বার লিস্ট দেখা যায়।
Group description: ছোট টেক্সট যা গ্রুপ ওপেন করলে উপরে দেখায় — উদ্দেশ্য, নিয়ম দিন এখানে।
Edit group info: Admin-only/All participants — কারা গ্রুপ ইনফো বদলাবে সেটি নিয়ন্ত্রণ করে।
Send messages: All participants / Only admins — কারা পোস্ট করতে পারবে।
Invite via link: Anyone with link can join — সাবধানের সঙ্গে শেয়ার করুন।
Disappearing messages: চালু করলে মেসেজ নির্দিষ্ট সময় পরে নিজে মুছে যায়।
Mute notifications: Notify off করে পেজিং কমাতে পারেন (8 hrs / 1 week / Always)।
Archive / Pin: গুরুত্বপূর্ণ গ্রুপ পিন করে রাখুন বা আর্কাইভ করে ছিপে রাখুন।
Report / Exit group: সমস্যা হলে রিপোর্ট করে গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন।
Q: আমি কিভাবে কারো অ্যাডমিন করে দেব?
A: Group info → মেম্বারে গিয়ে নামের পাশে তিন ডট → Make group admin।
Q: কেউ আমাকে অনাছেনা মেসেজ দিলে?
A: You can mute them, report, or exit group। Admin হলে সদস্যকে রিমুভ করতে পারবেন।
Q: গ্রুপ লিংক ভুলে শেয়ার হয়ে গেলে?
A: Group info → Invite via link → Revoke link। তারপর নতুন লিংক জেনারেট করুন।
Q: গ্রুপ নাম পরিবর্তন করতে পারি?
A: হ্যাঁ — Group info → Edit group subject (নাম পরিবর্তন) — তবে সেটি করতে পারবে কে সেটা রিসেট করা থাকলে শুধুমাত্র অ্যাডমিনরা করতে পারবে।
Q: কতজন মেম্বার যোগ করা যাবে?
A: WhatsApp নিয়ম অনুযায়ী (আপডেট আসলে সংখ্যা বদলে যেতে পারে) — সাধারণত বড় সংখ্যক মেম্বার যোগ করা যায়; খুব বড় গ্রুপ হলে পারফরম্যান্স খেয়াল করুন।
এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে দেখানো সমস্ত স্টেপ, সেটিংস ও তথ্য আপনার সুবিধার জন্য তুলে ধরা হয়েছে। বাস্তবে ব্যবহার করার সময় আপনার নিজস্ব দায়িত্বে কাজ করবেন।
এই ভিডিওর কোনো তথ্য ভুলভাবে ব্যবহার হলে বা কোনো ধরনের সমস্যা তৈরি হলে তার সম্পূর্ণ দায় ব্যবহারকারীর নিজের।
WhatsApp, Facebook বা অন্য কোনো অ্যাপ/ওয়েবসাইটের আপডেট অনুযায়ী কিছু পরিবর্তন হতে পারে—তাই ব্যবহারের আগে নিজ দায়িত্বে যাচাই করে নেবেন।
এ ভিডিওর কোনো অংশ অনুমতি ছাড়া কপি, রি-আপলোড বা পুনঃব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
আমাদের ভিডিও যদি আপনার একটুও উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
আমরা নিয়মিত শেয়ার করি সহজ কাজের ও সময় উপযোগী টেক টিপস টিউটোরিয়াল এবং গাইড — একদম বাংলায়! 💻📱
🔔 সাবস্ক্রাইব করার পর Bell Icon টিতে ক্লিক করে All Notifications অন করে দিন, যেন কোনো ভিডিও মিস না হয়!
আপনার সাপোর্টই আমাদের নতুন কনটেন্ট তৈরির অনুপ্রেরণা! ❤️
👉 লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
#whatsapp_group_create
#whatsapp_group_banano
#whatsapp_tutorial_bangla
#whatsapp_settings_guide
#whatsapp_group_step_by_step
#whatsapp_group_new_update
#bangla_tech_video
#bangla_technology_tips
#mobile_tutorial_bangla
#easy_whatsapp_tips
#whatsappgroup
#whatsappgroupcreate
#whatsappbangla
#whatsapptutorial
#whatsappupdate
#banglatech
#banglatechtips
#mobiletips
#groupcreate
#whatsappguide
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: