ভোলাহাট উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান সমূহ • Chapai Nawabganj District's Bholahat Upazilla
Автор: Ah Ornob 25
Загружено: 2025-08-07
Просмотров: 2327
ভোলাহাট উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বৃহত্তর জেলা ও বিভাগ, বাংলাদেশ
Chapter's:-
0:00 ভোলাহাট জিরো পয়েন্ট ও মহানন্দা ঘাট
3:47 I Love Bholahat
4:03 ভোলাহাট সেরিকালচার
4:57 ব্রিটিশ রেশম গুটি ডাইং মেশিন
5:38 ভোলাহাটের ৩ টা পুরোনো মন্দির
6:12 কাজী জালালের আম বাগান
6:38 কাজী জালাল মসজিদ
8:43 ভোলাহাট আম চত্বর
8:52 আমবাগান
History:-
.
ভোলাহাট উপজেলা (নবাবগঞ্জ জেলা) আয়তন: ১২৩.৫৩ বর্গ কিমি। অবস্থান: ২৪°৪৮´ থেকে ২৪°৫৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০৮´ থেকে ৮৮°১৬´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তর, পূর্ব ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে শিবগঞ্জ (নবাবগঞ্জ) ও গোমস্তাপুর উপজেলা।
জনসংখ্যা ১০৩৩০১; পুরুষ ৫১০৩৫, মহিলা ৫২২৬৬।মুসলিম ১০২৪০৩, হিন্দু ৮৮২, বৌদ্ধ ২ এবং অন্যান্য ১৪।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ১৮৪, মন্দির ৭, মাযার ১। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: জাদুনগর মসজিদ, গোপিনাথপুর জামে মসজিদ, জামবাড়ীয়া জামে মসজিদ, বজরাটেক জামে মসজিদ, বড় খান গাজীর মাযার, ত্রিরত্ন মন্দির।
ভোলাহাট ছিল ঐতিহাসিক গৌড়ের উপশহর। প্রাচীন বঙেগর রাজধানী ঐতিহাসিক গৌড় নগর্। এ উপজেলার লাগোয়া, ঠিক পশ্চিমে ঐতিহাসিক আবুল ফজল খ্যাত “ছাটিয়া ভাটিয়ার” বা আধুনিক ঐতিহ্যবাহী ভাতিয়া বিলের পশ্চিম সংলগ্ন স্থানে অবস্থিত। তাই ভোলাহাট-এর ইতিহাস গৌড় নগরী-কেন্দ্রীক। ভোলাহাট-এ কখন জনবসতি গড়ে উঠেছিল, তা নির্দিষ্টভাবে জানা যায় না।
এনজিও ব্র্যাক, প্রশিকা, মানব উন্নয়ন সংস্থা। [মাযহা
জলাশয় প্রধান নদী: মহানন্দা। ভেওয়া বিল, কালান বিল, আমগাছি বিল, কাউবাড়ি বিল ও চাত্রা বিল উল্লেখযোগ্য।
প্রশাসন ভোলাহাট থানা গঠিত হয় ১৯১৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ শিব মন্দির, জাদুনগরে অবস্থিত মুগল আমলের মসজিদ, গোপীনাথপুর ও বজরাটেকের সুলতানি আমলের মসজিদ, শাহাবুদ্দিন শাহের (র.) মাযার, বড় খান গাজীর (র.) মাযার, ত্রিরত্ন মন্দির।
ঐতিহাসিক ঘটনা গুপ্ত আমলের ২টি দেবমূর্তি এবং ধর্মপালের ভূমিদান সংক্রান্ত তাম্রলিপি এখানে পাওয়া যায়। ১৮৯৩ খ্রি. নভেম্বর মাসে তৎকালিন মালদহের জেলা ম্যাজিস্ট্রেট উমেশ চন্দ্র বটব্যাল উপজেলার খালিমপুর গ্রামের মোরি বেওয়া নামক জনৈক মহিলার নিকট হতে লিপিটি উদ্ধার করেন। এটি খালিমপুর লিপি নামে পরিচিত।
পত্র-পত্রিকা ও সাময়িকী দর্পণ (১৯৯৪), বিকাশ (১৯৯৯)।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ২, ক্লাব ২১, নাট্যদল ১, মহিলা সংগঠন ১, অডিটোরিয়াম ১, সিনেমা হল ১।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৬.২৭%, অকৃষি শ্রমিক ৫.২২%, শিল্প ০.৫৮%, ব্যবসা ১২.৬২%, পরিবহণ ও যোগাযোগ ১.০৫%, চাকরি ৩.৬৩%, নির্মাণ ০.৬৯%, ধর্মীয় সেবা ০.১৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১৪% এবং অন্যান্য ৯.৬৩%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪২.২৫%, ভূমিহীন ৫৭.৭৫%। শহরে ৪৮.১২% এবং গ্রামে ৪১.২৯% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান, গম, পাট, সরিষা, ডাল, আখ, শাকসবজি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিসি, আউশ ধান, কাউন, মাষকলাই, চীনা।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, লিচু, জাম, তাল, নারিকেল, তরমুজ, কুল।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ৪, গবাদিপশু ৫, হাঁস-মুরগি ২০।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৭৪.৬৯কিমি, আধা-পাকারাস্তা ৪.৯৭ কিমি, কাঁচারাস্তা ২২৫.৮ কিমি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি।
শিল্প ও কলকারখানা রেশমশিল্প, চালকল, আটাকল।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প।
হাটবাজার ও মেলা হাটবাজার ১৪, মেলা ৩। গোহালবাড়ী হাট, বড়গাছির হাট ও মুন্সিগঞ্জের কানার হাট এবং পোল্লাডাঙ্গা, বাহাদুরগঞ্জ ও বজরাটেকের মেলা উল্লেলখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য রেশম সুতা, আম, শাকসবজি।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৪৩.৫% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৮৯.৬%, ট্যাপ ৩.৩% এবং অন্যান্য ৭.১%। এ উপজেলার অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৪১.১% পরিবার স্বাস্থ্যকর এবং ৫৪.৯% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্্িরন ব্যবহার করে। ৪.০% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেলক্স ২, হাসপাতাল ১, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ।
Featured Location:- Musiganj, Bozratek, Bholahat Bangladesh - India Border || মুন্সীগঞ্জ, বজরাটেক, ভোলাহাট বাংলাদেশ-ভারত || ভোলাহাট আম চত্ত্বর || কুঠিয়াল বনিকদের রেশম গুটি || ভোলাহাট বাজার || Gilabari Kazi Jalal Bagan Masjid, Bholahat, Chapa Nawabgonj || গিলবারই কাজী জালাল বাগান মসজিদ, ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ
.
Hashtags:-
#historical #vlog #ঐতিহাসিক #bangladesh #heritage #rajshahi #rajshahivlogs #mymensing #বাংলাদেশ #travel #chapainawabgang #voice #bhola #malda #nawabgang #series #sericulture #farm #silk #silkroad #historyfacts #রাজশাহী #চাপাই #নবাবগঞ্জ #ভোলা #হাট #ভ্লগবাংলা #ভ্লগ #ভ্লগভিডিও #মটরসাইকেল #মন্দির #মসজিদ #আম #আমবাগান #সীমান্ত
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: