Hajar Churashir Maa -Mahasweta Devi|হাজার চুরাশির মা -মহাশ্বেতা দেবী| ১০৮৪|1084|Book
Автор: Research of Freedom
Загружено: 2021-04-06
Просмотров: 3591
Hajar Churashir Maa -Mahasweta Devi|হাজার চুরাশির মা -মহাশ্বেতা দেবী| ১০৮৪|1084|Book
হাজার চুরাশির মা হল এমন এক মায়ের (সুজাতা) গল্প যাঁর ছেলেকে (ব্রতী) তার আদর্শের জন্য রাষ্ট্র পাশবিকভাবে হত্যা করে। লাশকাটা ঘরে ব্রতীর লাশের নম্বর ছিল ১০৮৪। তা থেকেই উপন্যাসের নামকরণ করা হয়েছে। ব্রতী শ্রেণিশত্রু, রাষ্ট্রের সহকারী ও পার্টির অভ্যন্তরে প্রতি-বিপ্লবীদের ক্রমাগত নির্মমভাবে হত্যা করার পক্ষপাতী ছিল। গল্পটি শুরু হয়েছে ব্রতীর মৃত্যুবার্ষিকীর দিন। সুজাতা ব্রতীর জন্ম থেকে তার ছেলের স্মৃতিচারণা করছেন। তার সঙ্গে ব্রতীর এক ঘনিষ্ঠ সহকর্মীর দেখা হয় এবং তিনি ব্রতীর বিপ্লবী মানসিকতার বিচার করতে চেষ্টা করেন। সমগ্র উপন্যাসে তাকে একজন কঠোর মানসিকতার নারী হিসেবে চিত্রিত করা হয়েছে। তিনি সকল প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন। তাকে পরামর্শ দেওয়া হয়েছে, তিনি যেন তার ছেলেকে ভুলে যান। কারণ, তার ছেলের মতো লোকেরা “ক্যানসারাস গ্রোথ অন দ্য বডি অফ ডেমোক্রেসি”। বহু বছর পরে সুজাতা এই ভেবে শান্তি পান যে, রাজনৈতিক অশান্তিতে তার ছেলের মৃত্যু প্রায় কোনও ঘরকেই ছাড়েনি।হাজার চুরাশির মা উপন্যাসে মানবিক কাহিনির সেই সব অন্য মুখগুলিকে চিত্রিত করা হয়েছে, যেগুলির উৎস বাংলার যুবসমাজের অশান্ত রাজনৈতিক অ্যাডভেঞ্চার। যতদিন না কমিউনিস্ট পার্টি সরকার গঠন করে, ততদিন এই যুবসমাজকে নির্মমভাবে দমন করেছিল সরকার। তারপর কমিউনিস্ট সরকার তার বিরোধী শক্তিকে নির্মমভাবে দমন করে।
হাজার চুরাশির মা পিডিএফ,হাজার চুরাশির মা ও নকশাল আন্দোলন,হাজার চুরাশির মা উক্তি,মহাশ্বেতা দেবীর রচনাবলী pdf,মহাশ্বেতা দেবী সমগ্র,মহাশ্বেতা দেবীর ছোট গল্প,দ্রৌপদী মহাশ্বেতা দেবী pdf download,মা উপন্যাস,নকশাল আন্দোলন ও বাংলা উপন্যাস,মা বই,জাতুধান মহাশ্বেতা দেবী,Mother of 1084,Novel by Mahasweta Devi,Hajar Churashir Maa in Bengali,Hazaar Chaurasi Ki Maa summary,Hajar choryasi ni Ma,Mother of 1084 summary PDF,Mother of 1084 read online,Mother of 1084 quotes,Mother of 1084 questions and answers,Naxalite movement in Mother of 1084,Research of Freedom
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: