বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় সৎসঙ্গ উৎসবে সংগীত পরিবেশনায় শ্রী উৎপল বসু (S.P.R)
Автор: Uddipta Sundar - উদ্দীপ্ত সুন্দর
Загружено: 2025-12-07
Просмотров: 80
প্রেমী তোমারে প্রণাম জানাই | premi tumare pronam janai|Anukul thakur gaan | thakurer gan | Utpal Bose
শ্রী শ্রী অনুকূল ঠাকুরের গান
ঠাকুরের গান
'প্রেমী, তোমারে প্রণাম জানাই'
কথা :- পূজনীয় বিঙ্কিদা
সুর :- ঋকসুন্দর সরকার
কণ্ঠ :- উৎপল বসু
তবলায় :- মনোতোষ বড়াল
গানের লিরিক :-
------------------------
প্রেমী, তোমারে প্রণাম জানাই।
এসেছো তুমি প্রভু, ত্রিতাপ হরিতে,
নাই নাই আর ভয় নাই।।
কাতর জীবনে দুঃখ বেদনে,
ভরা ছিল হিয়া যে ব্যথা আর রোদনে।
আসিলে তুমি, হে মোর স্বামী।
নাই আর শোক তাপ নাই।।
তোমারে লভিয়া তোমারে স্মরিয়া,
কৃতিতপে ধাই তব পথ বাহিয়া।
তব হাতখানি আছে গো জানি,
ধরিয়া রাখিতে সদাই।।
তোমারই সেবার অমৃত হবনে,
অমরণ গীতি আজি ধ্বনিছে ভুবনে।
স্বস্তিমুখর প্রাণে তোমারই দয়ার দানে,
বর্ধন পথ মোরা পাই।।
সুনিষ্ঠ নন্দনায়, তব বন্দনায়,
অনুগতি আবেগে শ্রীচরণ রাঙাই।
নাই দ্বন্দ্ব নাই দ্বেষ, আনন্দ হরিল ক্লেশ,
ভরিল পরাণ, প্রভু প্রণাম জানাই।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: