গাবতলী হাটে মহিষ–গরু এক রাতেই কেনা 🔥 | ২.১২ লাখের মহিষ, ১.৬৪ লাখের দেশি ষাঁড় | Akram Vai
Автор: Pura Bangla
Загружено: 2026-01-12
Просмотров: 21218
#GabtoliHaat #AkramVai #BuffaloPriceBD
১২ জানুয়ারি ২০২৬ সোমবার গাবতলী হাটে এক রাতেই মহিষ ও গরু কিনলেন আকরাম ভাই।
শুরুতেই উজ্জল বেপারির কাছ থেকে সিটি হাটে আনা একটি মহিষ নেন আকরাম ভাই।
মহিষের মোট খরচসহ দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ১২ হাজার টাকা।
উজ্জল ভাই জানান এই সপ্তাহে মহিষের বাজার খুব বেশি,
কেনায় পড়ছে প্রায় ৮০০ টাকা কেজি হিসেবে।
তবুও দোকান চালু রাখতে হলে বিক্রি করতেই হবে—
লাভ হোক বা লস, এমন বাস্তব কথাও বলেন তিনি।
আকরাম ভাই জানান আগামী ১৬ জানুয়ারি শুক্রবার ৮০০ টাকা কেজিতেই বিক্রি করবেন।
এরপর জামালপুরের মঞ্জু বেপারির সাথে দরদাম হলেও ডিল হয়নি।
শেষ পর্যন্ত নাসির বেপারির কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার টাকায়
একটি লাল দেশি ষাঁড় গরু কেনেন আকরাম ভাই।
গরুর দাম বেশি হওয়ায় এদিন আর গরু নেননি তিনি।
এই ভিডিওতে দেখবেন—
• গাবতলী হাটের লাইভ দরদাম
• মহিষ ও দেশি গরুর আসল কেনার গল্প
• বাজার বেশি হলেও ব্যবসা চালানোর বাস্তবতা
ভিডিওটি তথ্যভিত্তিক ও বাজার বিশ্লেষণমূলক।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: