"বাজে বাজে রম্য বীণা বাজে...." সেঁজুতি ঘোষ এর কণ্ঠে ( "Baje Baje Ramya Bina Baje" by Senjuti Ghosh)
Автор: Sankalpa Ghosh
Загружено: 2025-12-28
Просмотров: 289
সেঁজুতির কণ্ঠে রবীন্দ্রসংগীত। সেঁজুতি রবীন্দ্র সঙ্গীত শিখছে ছ বছর বয়স থেকে, শ্রীমতি মিতালি দত্তর কাছে, যিনি বিশ্বভারতীর সংগীত ভবনের প্রাক্তনী। সেঁজুতি ধ্রুপদে তালিম নিচ্ছে পদ্মশ্রী উস্তাদ F. Wasafuddin Dagar এর ক্লাস থেকে বছর ধরে। Indian Institute of Technology, Kharagpur থেকে স্নাতক হয়ে সেঁজুতি বর্তমানে
মার্কিন যুক্তরাষ্ট্রে Kansas University Medical Center তে গবেষণারত ওখানকার Ph .D . programme. ভিডিওটি আমাদের আবাসে সেঁজুতির মা সুদেষ্ণার করা। এর পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই।
পূজা পর্যায়ের রবীন্দ্র-সঙ্গীত টি ১৯০৯ খীষ্টাব্দে রচিত, রাগ ইমন -কল্যাণ , তাল তেওঁরা
বাজে বাজে রম্যবীণা বাজে--
অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী মাঝে,
কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে,
কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে--
প্রেমে প্রেমে বাজে ॥
নাচে নাচে রম্যতালে নাচে--
তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে,
জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে,
ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে--
প্রেমে প্রেমে নাচে ॥
সাজে সাজে রম্যবেশে সাজে--
নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে,
ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে,
প্রণত চিত্ত সাজে বিশ্বশোভায় লুটায়ে--
প্রেমে প্রেমে সাজে ॥
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: