জারি গান। জুলাই বিপ্লবের বয়ান। শোনেন শোনেন দেশবাসী। Shoner shonen desobasi. Dolonchapa
Автор: Dolonchapa Studio
Загружено: 2025-08-08
Просмотров: 131093
Song: Jari gan, July Biplober Boyan
Lyric: Aziz Hakim
Tune: Golam Mowla
Singer: Golam Mowla
Record : Dolonchapa Studio
Sound Design: Osman Rahi
Video: Osman Rahi
Cover: Dolonchapa studio
..............................................
কথা: আজিজ হাকিম
সুর: গোলাম মাওলা
.............................................
বর্ষা বিপ্লব
আজিজ হাকিম
শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন
২৪ সালের মাসটা জুলাই বর্ষাকাল তখন
বর্ষা বিপ্লবের কথা করিব বর্ণন বন্ধু হে....
এক যে ছিল দুষ্ট নারী বড়ই স্বৈরাচার
করতো কী যে দেশের মাঝে যা মনে চায় তার
তার কারণে দেশটা পুড়ে হইলো যে ছারখার বন্ধু হে....
চুরি করে রাতের ভোটে ক্ষমতাতে যায়
বসত করে গণভবন মনটা কলকাতায়
অবশেষে দুষ্টু নারী ইন্ডিয়ায় পালায় বন্ধু হে.....
দেশও দশের গৌরব আমার সেনাবাহিনী
শুনেন শুনেন ভাইবোনেরা আসল কাহিনী
নিজেই মারে নিজের সেনা ঢাকার পিলখানায় বন্ধু হে।
শাপলা থেকে গণহত্যা শুরু হয়ে যায়
বিরোধীদের ধরে ধরে জেলখানায় পাঠায়
গুম ও খুনের রাজনীতি হয় রক্তের দরিয়ায় বন্ধু হে।
সাঈদি সাহেব গুনী আলেম ফাঁসির হুকুম হয়
সারাদেশের মানুষ শুনে ভয় করিল জয়
আমরা মরি তবু বাঁচুক মোদের আল্লামায় বন্ধু হে।
ঘরের টাকা নিরাপদে ব্যাংকে সবাই রাখে
ব্যাংক থেকেও হইলো চুরি কঠিন ঘুর্নিপাকে
এসব দুঃখ অভাগা দেশ কোথায় বলো রাখে বন্ধু হে।
শেখের বেটির কাজের লোকেও হইলো কোটি পতি
দুর্নীতিতে শীর্ষ হইয়া দেশের করল ক্ষতি
যাচ্ছে ক্ষয়ে আমজনতার তাইতো পায়ের চটি বন্ধু হে
দেড় দশকের এই সব জুলুম জমা ছিল ভাই
গানে গানে বর্ষা বিপ্লব পুঁথি গেয়ে যাই
আজিজ হাকিম সবার তরে সালামও জানাই বন্ধু হে।
চব্বিশ সালের জুলাই মাসের কোটার হলো রায়
সেই পুরাতন নিয়ম আবার প্রতিষ্ঠা যে পায়
মেধাবীরা পথ হারাবে এখন কী উপায় বন্ধু হে।
আন্দোলনে মোড় ঘুরিলো জুলায়ের ষলো
বীরশ্রেষ্ঠ আবু সাঈদ শহীদও হইলো
ইতিহাসে এমন শহীদ কয়জনে বলো বন্ধু হে।
রংপুরের এই রক্ত স্রোতে ভাসে সারাদেশ
এক শহীদেই দেশের লড়াই হবে না তো শেষ
ঘরের বঁধুও শক্ত করে নেয় বেঁধে নেয় কেশ বন্ধু হে।
কফিন মিছিল চলছে এই বার কমপ্লিট শাটডাউন
প্রাইভেটের ভাই বোনেরাও হচ্ছে খুবই খুন
শেখের বেটির পানতা আনতে আজ ফুরাবে নুন বন্ধু হে।
সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেয়
ইন্টারনেটের সার্ভিসটাও নেয় উঠিয়ে নেয়
বিজয় আনতে আর হবে ভাই কত রক্ত ব্যয় বন্ধু হে।
খুনীর পতন আনতে লেখে দেয়ালে দেয়াল
সমন্বয়ক গুম হলে পর নতুনে নেয় হাল
শেখ হাসিনা ভেবেছিল থাকবে চিরকাল বন্ধু হে।
কত কবি গান লিখিল গাইলো কত সুর
সে সুরেও আটক হইল ভাবেন কত দূর
কিন্তু জাতি তাও দমে না দেখে বুলেট ক্ষুর বন্ধু হে।
এত রক্তের বন্যা দেখেও দেশের-ও সুশিল
দিছে যেন তাদের সকল মুখ জবানের খিল
আল্লাহ বুঝি মহর মারল এই পাপীদের দিল বন্ধু হে।
মানুষ মরো সমস্যা নাই কান্দে মেট্টোরেল
নাই ক্ষমা নাই তাদের সবের হবই আজি জেল
নাটক একটু কম করিও আস্ত বেয়াক্কেল বন্ধু হে।
শোক দিবসে করলো সবে প্রোফাইলটা লাল
দেশের মাঝে ভাগ হইলো ভারতের দালাল
শহীদ মুগ্ধ তাহমিদেরাই সোনালী সকাল বন্ধু হে।
নয় দফারে এক দফাতে হইলো রূপান্তর
স্বৈরাচারের এইবার ঠিকই কেঁপে যায় অন্তর
শেখের বিটির সাক্ষাৎকারে বন্ধ যে হয় স্বর বন্ধু হে৷
ছয় তারিখ না, পাঁচ তারিখেই মার্চ হবে ঢাকায়
হয়তো বিজয় নিয়তো শহীদ শপথে জানায়
বিমান দিয়েও যায় না থামা কোটি জনতায় বন্ধু হে।
যাত্রা বাড়ি উত্তরা আর শাহাবাগ মোড়ে
খালি হাতেই স্বৈরাচারের কবরও খোরে
যায় পালিয়ে শেখের বিটি কঠিনও ঢরে বন্ধু হে।
গণভবন সংসদ ভবন জয়বাংলা হইলো
যার যার মত আওয়ামীলীগ ভারত পালাইলো
নাহিদ আসিফ সাদিক মিলে দেশটা বাঁচাইলো বন্ধু হে।
শান্ত আলিফ তাহিরসহ শহিদ কত ভাই
ঘরে ঘরে কান্দে আজও শহীদানের মায়
এই হাসিনা যেন সঠিক শাস্তি দেশে পায় বন্ধু হে।
জনগণের মুক্তির জন্যই আমাদের জুলাই
ঐক্য হবে সংস্কার হবে দেশের সকল ভাই
ইনসাফ ছাড়া আরতো কোথাও শান্তি কোনো নাই বন্ধু হে।
এই বার হবে শান্তশিষ্ট ন্যায় ও নীতির ভোট
দেশের সকল জনতাকে হতে হবে জোট
দেশটা যেনো পায় না কভু স্বৈরাচারের চোট বন্ধু হে।
নতুন কেহ ফ্যাসিস্ট হতে কভু যদি চায়
তারাও ডুববে যেমন করে ডুবেছে নৌকায়
তাকবিরেই ধ্বনি সারা বাংলায় শোনা যায় বন্ধু হে।
এই বার তবে সবার কাছে বিদায়ও জানাই
কবি ও কবিয়াল থেকে সালাম নিও ভাই
আল্লাহর নামে শুরু ও শেষ তারই করুনাই বন্ধু হে
জীবন মরণ প্রভুর হাতে রহমানের দয়াই বন্ধু হে
খোদার হুকুম মানো সবে সকালও সন্ধ্যায় বন্ধু হে।।
.........................................................
#friends
#highlights
#dolonchapa
#golam_mowla
#newgojol
#newgojol2024
#viral
#best_islamic_gojol
#allahu
#allahu_gojol
#new_islamic_songs
#new_islamic_gojol_2024
#সেরা
#সেরাগজল
#দোলনচাঁপা_ষ্টুডিও_গজল
#দোলনচাঁপা_ষ্টুডিও_ইসলামি_গজল
#প্রতিবাদ
#প্রতিবাদী
#প্রতিবাদী_সংগীত
#প্রতিবাদীগজল
#বাঙ্গলা
#বাংলা
#কোটা
#banglali
#patriotic
#patrioticsong
#hasina
#jarigan
#hasinergan
#hasiner_gan
#hasiner_kukirtir_kotha
#জুলাই_বিপ্লব
#জুলাই_বিপ্লবের_জারি_গান
#শোনেন_শোনেন_দেশবাসী
#জুলাই_বিপ্লবের_বয়ান
#বর্ষা_বিপ্লবের_বয়ান
#এসেছে_বছর_ঘুরে_এসেছে_জুলাই
#হাসিনারফাঁসি
#হাসিনারহত্যা
#hasinakilling
#hasinahang
#julymovement
#julyandolon
#hanghasina
#hang_hasina
#guli_kori_aktare_aktai_jai_sir
#gulikori
#জুলাই_বিপ্লবের_জারি_গান
#Julybiplob
#julymovement
#julysong
#julyandolon
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: