কাশির সাথে রক্ত যাওয়া ( Hemoptysis)
Автор: Dr. Serajus Salekin. Thoracic Surgeon
Загружено: 2023-03-16
Просмотров: 18486
#বক্ষব্যাধি সার্জারি
কফ বা কাশির জন্য রক্ত যাওয়া:
খুব জোড়ে জোড়ে দীর্ঘক্ষণ কাশি দিলে অনেকেরই গলা দিয়ে কাশিতে রক্ত বের হতে পারে। এটা খুবই স্বাভাবিক এবং এটা কোনো রোগ না। কিন্তু অল্প কাশিতে বা সামান্য কাশি হলেই কাশিতে বা কফের সাথে রক্ত বের হলে এটা রোগ এর লক্ষণ হতেও পরে।
কতটুকু রক্ত বের হলো:
চব্বিশ ঘণ্টা তে ১০০ থেকে ৬০০ মিলি ( প্রাণঘাতী)
চব্বিশ ঘণ্টা তে ২০ থেকে ১০০ মিলি ( মাঝারি মাত্রা)
চব্বিশ ঘন্টা তে ২০ মিলি কম ( অল্প মাত্রা)
কি করণীয়
আতঙ্কিত হবেন না, রক্ত কি কাশি তে নাকি বমি সাথে এটা নির্ণয় করতে হবে, রক্তের পরিমাণ আর কত বার হচ্ছে এটা বের করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে
কি পরীক্ষা
রক্ত পরীক্ষা, যক্ষ্মা পরীক্ষা, বুকের এক্সরে, সিটি স্ক্যান, বৃংকষ্কপি, হার্টের ইকো, ফুসফুসের রক্তনালীর এনজিওগ্রাম
কেন রক্ত বের হয়
যক্ষ্মা, ক্যান্সার, ইনফেকশন, ফুসফুসের রক্তনালীর টিউমার, সি ও পি ডি, হৃদরোগ, কিছু রক্ত তরল করার ওষুধ খেলে
চিকিৎসা
রক্ত বন্ধের ওষুধ, antibiotic, কফ কমানোর ওষুধ , রোগ নির্ণয়
ডা সেরাজুস সালেকিন
সহকারী অধ্যাপক
থোরাসিক সার্জন
থোরাসিক সার্জারি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
01713426804
www.drserajussalekin.com
/ @dr.salekin_thoracic_surgeon
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: